|
|
|
|
টুকরো খবর |
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক চলছেই। বুধবার কেশিয়াড়ির দক্ষিণ ডিহা গ্রামের শ’তিনেক সিপিএম নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। এ দিন ব্লক তৃণমূল কার্যালয়ে এসে দলবদলের লিখিত আবেদন জানালে তা গ্রহণ করা হয়। সিপিএমের স্থানীয় শাখা সদস্য বিশ্বনাথ সিংহু বলেন, “এতদিন সিপিএম করতাম। কিন্তু এখন দেখছি তৃণমূল অনেক উন্নয়নের কর্মসূচি নিয়েছে। এতে সাধারণ মানুষের আরও উন্নয়ন হবে। তাই তৃণমূলে যোগ দিলাম।” কেশিয়াড়ি ব্লক তৃণমূল সভাপতি জগদীশ দাসের বক্তব্য, “সিপিএমে থেকে এঁরা শুধুই বঞ্চনার শিকার হয়েছেন। তাই উন্নয়নের স্বার্থে প্রায় ৩০০ জন আমাদের দলে যোগ দানের আবেদন করেছিলেন। আগামী দিনে আরও অনেকে আসবেন।” সিপিএমের জোনাল সম্পাদক ভবানী গিরি অবশ্য বলেন, “কে কোথায় যোগ দিয়েছে আমার জানা নেই।”
|
বৈঠক ঘিরে জল্পনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহর তৃণমূল সভাপতি সুকুমার পড়্যা ইস্তফা দিয়েছেন। দলের এক সূত্রের দাবি, শেষ মুহুর্তে ওলটপালট না- হলে নতুন শহর সভাপতি হতে চলেছেন আশিস চক্রবর্তী। ওই সূত্র জানাচ্ছে, মঙ্গলবার রাতে কলকাতায় গিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করেন আশিসবাবু। জেলার পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। আশিসবাবু এখন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য। বৈঠকের ব্যাপারে অবশ্য দলীয় নেতৃত্ব মুখ খুলতে নারাজ। আশিসবাবুরও বক্তব্য, “দলের আভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলব না।” ওই সূত্র অবশ্য জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে এক- দু’দিনের মধ্যে নতুন সভাপতির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। |
|
|
|
|
|