টুকরো খবর
তিন মাসেই সংস্কার হবে জাতীয় সড়ক, বৈঠকে আশ্বাস
আগামী তিন মাসের মধ্যে উত্তর দিনাজপুর জেলার রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত ৬০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শেষ করা হবে। মঙ্গলবার দুপুরে জেলার পরিবহণ মালিক, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর ওই আশ্বাস দিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এ দিন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে রায়গঞ্জের কর্ণজোড়ায় মাল্টিপারপাস হলে ওই বৈঠক হয়। সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিযুক্ত সড়ক মেরামতির বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্তারাও হাজির ছিলেন। গত চারমাস জেলার বিভিন্ন এলাকায় পরিবহণ মালিক ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের টানা পথ অবরোধ আন্দোলন করেন। এর জেরে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সড়ক মেরামতির জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করে। গত ২২ নভেম্বর ওই ঠিকাদার সংস্থা সড়ক মেরামতির বরাত ও ২ ডিসেম্বর কাজের ওয়ার্ক অর্ডার পায়। কিন্তু তার পরেও ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সড়ক মেরামতির কাজে টালবাহানার অভিযোগ ওঠে। গত ৯ ডিসেম্বর পরিবহণ মালিক ও ব্যবসায়ীদের সংগঠন-সহ আইএনটিটিইউসি আড়াইঘণ্টা রায়গঞ্জের শিলিগুড়িমোড় এলাকার জাতীয় সড়ক অবরোধ করে। ওইদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ঠিকাদার সংস্থার তরফে আন্দোলনকারীদের কোনও আশ্বাস না দেওয়ায় সাময়িক উত্তেজনাও তৈরি হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা বলেন, “যুদ্ধকালীন তত্‌পরতায় মেরামতির কাজ চলছে। আশাকরছি, তিনমাসের মধ্যে জাতীয় সড়ক মেরামতির কাজ শেষ করা সম্ভব হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বড় গর্তগুলি বুঝিয়ে যানবাহন চলাচলের যোগ্য করে দেওয়া হবে।”

বরুণের জনসভা বাতিল
খারাপ আবহাওয়ায় বিমান বিভ্রাটে বাতিল হয়ে গেল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বরুণ গাঁধীর জনসভা। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের করণদিঘি বিডিও অফিস সংলগ্ন মাঠে একটি দলীয় জনসভায় বরুণবাবুর বক্তৃতা করার কথা ছিল। দলীয় সূত্রের খবর, ভোরে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামার কথা ছিল বরুণবাবুর। সেখান থেকে সড়কপথে তাঁর করণদিঘি যাওয়ার কথা ছিল। বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী জানান, সকাল থেকে দিল্লির আকাশে প্রচণ্ড কুয়াশা ছিল। সকাল সওয়া ৫টায় বাগডোগরাগামী বিমানটিতে চেপে বরুণবাবুর আসার কথা থাকলেও কুয়াশার কারণে বিমানটি সকাল সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও উড়তে পারেনি। পরের বিমানে আসলে উনি সন্ধ্যায় পৌঁছতেন। সেই কারণে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন। বরুণবাবুর না আসার খবর জেনে দলের কর্মী, সমর্থকেরা হতাশ হয়ে ফিরে যান। আজ, বুধবার শিলিগুড়ির তাঁর সভাটিও বাতিল হয়েছে।

বিক্ষোভ
সিভিল ডিফেন্স প্রশিক্ষণ -এর আবেদন পত্র একটি দোকান থেকে বিক্রির অভিযোগে মাথাভাঙায় বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার একটি দোকান থেকে তা বিলি হচ্ছিল। বিক্ষোভের জেরে মাথাভাঙার আরও কয়েকটি দোকান থেকে আবেদন পত্র বিলি করার অনুমতি দেয় প্রশাসন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.