সিলেবাসে এ বার সচিন ও ম্যান্ডেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সচিন তেন্ডুলকর ও নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানাতে চায় রাজ্য। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। স্কুল স্তরের পাঠ্যক্রম ঢেলে সাজনো। নবম-দশম শ্রেণির পাঠ্যক্রম নিয়ে কাজ করছে স্কুল পাঠ্যক্রম কমিটি। নতুন পাঠ্যক্রম ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, “সমকালীন বিষয়ের উপর জোর দিচ্ছি আমরা। ম্যান্ডেলার দর্শন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি বিষয় পাঠ্যক্রমে রাখা যেতে পারে।” পাশাপাশি, সচিনের অবসর, তাঁর ভারতরত্ন প্রাপ্তির প্রেক্ষিতে এই খেলোয়াড়কেও পাঠ্যক্রমে রাখা যায় কি না, তা ভাবা হচ্ছে।
|
বিধানসভায় আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানাল, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৬% হারে বাড়বে। এর ফলে, তাঁদের মহার্ঘভাতা ৫২% থেকে বেড়ে ৫৮% হল। একই সঙ্গে রাজ্য সরকারের অধীনে যাঁরা দৈনিক মজুরিতে কাজ করেন, তাদের ন্যূনতম মজুরি ১৩ টাকা করে বাড়ানো হয়েছে। |
খাদ্য-বরাদ্দ বৃদ্ধির দাবি |
রাজ্যের আওতাধীন ১২টি ইএসআই হাসপাতালে রোগীদের প্রতি দিন চার বেলা খাবারের জন্য বরাদ্দ ৫২ টাকা। আর জোকায় কেন্দ্রীয় সরকারের ইএসআই কর্পোরেশনের (ইএসআইসি) অধীনে থাকা হাসপাতালে বরাদ্দের পরিমাণ ১২৪ টাকা। কেন এই বৈষম্য, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। মঙ্গলবার তিনি এ নিয়ে ইএসআইসি-র আঞ্চলিক অধিকর্তার সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী বলেন, রাজ্যে ১২ টি ইএসআই হাসপাতালে প্রায় চার হাজার রোগী আছে। জিনিসপত্রের এত দাম বেড়েছে যে বরাদ্দের টাকায় চার বেলা খাওয়াতে হিমসিম খেতে হচ্ছে। ঠিকাদারেরাও এত কম টাকায় খাবার দিতে চাইছেন না। তাই কেন্দ্রের কাছে খাদ্য-বরাদ্দ বাড়ানোর দাবি জানাব আমরা। একই সঙ্গে বিভিন্ন ইএসআই হাসপাতাল মেরামতির জন্য ১০ কোটি টাকার দাবি জানাবে রাজ্য।
|
আরও ৬৩ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকে চাকরির সুপারিশপত্র দেওয়ার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে বিচারপতি অশোক দাস অধিকারী ৭৬ জনকে একই ভাবে চাকরি দিতে বলেছেন। এ বার মদন হালদার-সহ ৬৩ জন কলকাতা হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ওই প্রার্থীরা টেট, বিষয়ভিত্তিক পরীক্ষা এবং সাক্ষাৎকারে ভাল ভাবে উত্তীর্ণ হয়েছেন। তালিকায় তাঁদের নাম রয়েছে। কিন্তু তালিকায় তাঁদের চেয়ে নীচে নাম থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হলেও তাঁরা ডাক পাননি। বিচারপতি অশোক দাস অধিকারী শুনানির পরে রায় দেন, আগে ৭৬ জনকে যে কারণে চাকরি দেওয়া হয়েছে, একই কারণে এঁদেরও চাকরি দিতে হবে।
|
নারীমুক্তির জন্য তাঁদের মহিলা সংগঠনের যে আন্দোলন, গণতন্ত্র ছাড়া তার লক্ষ্যপূরণ সম্ভব নয় বলে মন্তব্য করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। গণতান্ত্রিক মহিলা সমিতির আয়োজনে মঙ্গলবার কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভানেত্রী শ্যামলী গুপ্তের স্মরণসভায় এই কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশের উপরে আক্রমণের প্রসঙ্গই উল্লেখ করেছেন বৃন্দা। গয়ায় সংগঠনের সদ্যসমাপ্ত সর্বভারতীয় সম্মেলনে অসুস্থ শরীর নিয়েও শ্যামলীদেবী যা বলেছিলেন, তা-ই উদ্ধৃত করেছেন সিপিএমের পলিটব্যুরোর একমাত্র মহিলা সদস্য। স্মরণসভায় ছিলেন মহিলা সমিতির নতুন সাধারণ সম্পাদক জগমতী সাঙ্গওয়ান।
|
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৩২২ টাকা করা না হলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ঘেরাও করার হুমকি দিল সিপিআই (এম-এল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। চটকল শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৪৫০ টাকা করার দাবি মানা না হলে মালিকদের অ্যাসোসিয়েশনের দফতরে অভিযান করার সিদ্ধান্তও নিয়েছে ওই সংগঠন। অভিযোগ, রাজ্যের চটকলগুলির ত্রিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হচ্ছে না। সংগঠনের সপ্তম রাজ্য সম্মেলন শেষে মঙ্গলবার রাজ্য সম্পাদক বাসুদেব বসু বলেন, “চটকল শ্রমিকদের দাবিতে প্রয়োজনে ফের ধর্মঘট ডাকার জন্য অন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলিকে আহ্বান জানাব।” |