একশো দিনের কাজ নিয়ে সভা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশানাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের (এলবিএসএনএএ) উদ্যোগে বাঁকুড়ায় সম্প্রতি বছরে একশো দিনের কাজ সংক্রান্ত একটি আলোচনাসভা হয়ে গেল। উপস্থিত ছিলেন এলবিএসএনএএ-এর স্যোশাল স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান পুনম সিং, রাজ্য এনআরইজিএস প্রকল্পের কমিশনার দিব্যেন্দু সরকার-সহ সিকিমের এনআরইজিএস সেলের বেশ কিছু আধিকারিক ও রাজের বিভিন্ন জেলার ওই প্রকল্পের জেলা আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলোচনাসভায় রাজ্যের বিভিন্ন জেলার এনআরইজিএস প্রকল্পের আধিকারিকেরা নিজেদের এলাকার ভালো কাজগুলি উল্লেখ করেন। বাঁকুড়ার তরফে খাতড়া মহকুমায় রানিবাঁধ ও হিড়বাঁধে ২৪০০ বিঘা জমিতে গড়ে তোলা আমবাগান, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের আওতায় পুকুর কাটার কাজ, নদিয়ায় নির্মল ভারত অভিযানের সঙ্গে যৌথ ভাবে ১০০ দিনের কাজ করার উল্লেখ করা হয়। সিকিমের তরফে কী ভাবে ঝর্ণার জলকে কাজে লাগানো হচ্ছে তা তুলে ধরা হয়। শুক্রবার খাতড়া মহকুমার আমবাগানগুলি পরিদর্শন করেন পুনমদেবী-সহ আধিকারিকরা। জেলাশাসক বিজয় ভারতী বলেন, “১০০ দিনের প্রকল্পকে কোন জেলা কী ভাবে কাজে লাগাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।”
|
পুলিশের খেলা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া পুলিশ লাইনে জেলা পুলিশের দু’দিনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার। ছিলেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ, জেলা পুলিশ সুপার মুকেশ কুমার প্রমুখ।
|
পুরস্কার প্রদান
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
হরিপদ সাহিত্য মন্দিরে সম্প্রতি এক অনুষ্ঠানে পুরস্কৃত করা হল ঝুমুর শিল্পী কুচিল মুখোপাধ্যায়কে। ওই দিনই ‘পরশমণি পত্রিকা’র উদ্বোধন করেন সাহিত্যিক সৈকত রক্ষিত। |