রেশনের পণ্য পাচারের অভিযোগ উঠেছে পুরুলিয়া ২ ব্লকের সিংবাজার গ্রামের এক রেশন ডিলারের বিরুদ্ধে। জেলা খাদ্য দফতরের কাছে ওই ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন এলাকার বাসিন্দাদের একাংশ। পুরুলিয়া ২ পঞ্চায়েত সমিতির কৃষি-সেচ বিভাগের কর্মাধ্যক্ষ রাজপতি মাহাতোর অভিযোগ, “সোমবার একটি গাড়িতে করে ওই রেশন ডিলারের দোকান থেকে গম এবং বিপিএল তালিকাভুক্ত গ্রাহকদের জন্য বরাদ্দ আটা পাচার হচ্ছিল। স্থানীয় মানুষজন হাতেনাতে তা ধরে ফেলেন। বিষয়টি তাঁরা খাদ্য দফতরকে জানান। আমরা চাই, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক।”
সিংবাজার গ্রামের বাসিন্দা মিহির মাহাতো বলেন, “গ্রামের রেশন দোকান নিয়ে নানা অভিযোগ রয়েছে। অনক সময়ই হয়েছে, গ্রাহকেরা রেশনের জিনিস নিতে গিয়ে শুনেছেন তা ফুরিয়ে গিয়েছে। আমরা সন্দেহ করতাম, রেশন দোকান থেকে পণ্য পাচার হয়। এ বার এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলেছেন। গ্রামের খুচরো রেশন দোকান থেকে রেশনের পণ্য গাড়িতে করে ঢুকতে পারে, বেরোবে কেন?” পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নীলিমা মাহাতো জানান, এই বিষয়টি খাদ্য দফতরকে তদন্ত করে দেখতে বলা হয়েছে। পুরুলিয়ার মহকুমা খাদ্য ও সরবরাহ নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, “এই মর্মে একটি অভিযোগ জমা পড়েছে। তদন্তও শুরু হয়েছে।” ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন মাহাতো বলেন, “ঘটনাটি সবে শুনলাম। খোঁজ নেব। বিধি বহির্ভূত ব্যাপার থাকলে দফতর ব্যবস্থা নেবে। আমাদের এ নিয়ে কিছু বলার নেই।” |