ধানের পালুই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পাড়ার থানার বাগালমারি গ্রামে। সোমবার রাতের ওই ঘটনায় পড়শি চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি। ওই রাতেই আদ্রায় সব্জি বাজারে অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পাড়া থানার বাগালমারি গ্রামে একটি পরিবারের ২৫ বিঘা জমির ধান ছিল আটটি পালুইয়ে। ওই পরিবারের তরফে পরীক্ষিত গোপ পুলিশের কাছে পড়শি গণেশ গোপ, তাঁর ছেলে কৈলাস গোপ এবং পরেশ গোপ ও নাড়ু গোপ-সহ ছ’জনের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ দায়ের করেছেন।
পরীক্ষিতবাবুর দাবি, “সোমবার রাত ১২টা নাগাদ পাশের গ্রাম থেকে যাত্রা দেখে বাড়ি ফিরে শুয়ে পড়ি। কিছু পরেই ঘুম ভেঙে যায়। দেখি ধানের পালুইগুলো জ্বলছে। বাইরে বেরিয়ে দেখি গনেশ, কৈলাস, পরেশ ও নাড়ু-সহ ছ’জন পালাচ্ছে। জমি নিয়ে পুরনো বিবাদের জেরে তারা যে ধানের পালুইয়ে আগুন দেবে ভাবিনি।” তিনি জানান, আটটির মধ্যে ছ’টি পালুই পুড়ে গিয়েছে। অভিযুক্তেরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। পুলিশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। |
আগুন নেই তো! —নিজস্ব চিত্র। |
আদ্রার সব্জি বাজারে আগুন লাগলেও পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০টায় আদ্রা স্টেশন লাগোয়া সব্জি বাজারে রসুনের আড়তে আগুন লাগে। স্থানীয় লোকজন আদ্রা তদন্তকেন্দ্রে খবর দেন। রঘুনাথপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য আগুনে কয়েক বস্তা রসুন-সহ দোকানের বেশির ভাগ অংশ পুড়ে যায়। |