বন্ধুর সঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। জখম হয়েছেন তাঁর বন্ধুও। মঙ্গলবার সকালে হাবরা থানার দেশবন্ধু পার্ক এলাকার যশোহর রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অর্ণেন্দু মণ্ডল (২২)। বাড়ি স্থানীয় আশুতোষ কলোনির তাঁতিপাড়ায়। তিনি সল্টলেকের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন এলাকায় বন্ধু উত্সব ঘোষের সঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিলেন অর্ণেন্দু। সেই সময় বনগাঁর দিক থেকে আসা একটি ট্রাক্টর পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। এক ভ্যান চালক দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই অর্ণেন্দুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অর্ণেন্দুর বন্ধু উত্সব সেখানে চিকিত্সাধীন।
|
অনুপ্রবেশের অভিযোগে ২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করল বনগাঁ ও গাইঘাটা থানার পুলিশ। সোমবার রাতে বনগাঁ মহকুমার কালিয়ানি, হরিদাসপুর এবং আংরাইল সীমান্ত থেকে তাঁদের পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোহর, বগুড়া, খুলনা, গোপালগঞ্জ, ঝিনাইদহ এবং নড়াইলে। তারা এক হাজার টাকা করে দালালকে দিয়ে এ দেশে ঢুকেছিলেন। কেউ মুম্বইতে ঠিকা শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে এসেছিলেন। কেউ এসেছিল আত্মীয়ের বাড়িতে বেড়াতে।
|
চুরির অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সোমবার রাতে, ঘুটিয়ারি শরিফ থেকে। ধৃতের নাম মহম্মদ সাবির। পুলিশের দাবি, তার কাছ থেকে চুরি যাওয়া গয়নার একাংশ মিলেছে। যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার সন্তোষ পাণ্ডে মঙ্গলবার জানান, পঞ্চসায়রের বাসিন্দা শান্ত সেনশর্মার অভিযোগ, ১৪ ডিসেম্বর তিনি কলকাতার বাইরে যান। সোমবার ফিরে দেখেন, সদর দরজার তালা ভাঙা। আলমারি ভেঙে কয়েক হাজার টাকার সোনা-রুপোর গয়না চুরি গিয়েছে। স্থানীয় কিছু দুষ্কৃতীকে জেরা করে সাবিরের খোঁজ পায় পুলিশ। |