জেলা পর্যটনকেন্দ্রের তালিকায় সংযোজন হতে চলেছে আর একটি নতুন জায়গা। কান্দি রাজবাড়ির রাধাবল্লভের মন্দিরে সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দির সংস্কারে বরাদ্দ হয়েছে ২৫-৩০ লক্ষ টাকা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে এসেছেন মুর্শিদাবাদে। এ দিনই দুপুরে বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যের পর্যটন সচিব অজিত বর্ধন, পরিবহণ সচিব আলাপন মণ্ডল-সহ জনা কুড়ি সচিব ওই মন্দিরটি দেখতে যান। কান্দির প্রয়াত রাজা অতীশ চন্দ্র সিংহ এর বাড়ির মন্দির পরিদর্শন করেন তাঁরা। প্রায় ৩০ মিনিট ধরে মন্দির চত্বর ও রাজবাড়ির সামনে নাচ পুকুরও পরিদর্শন করেন তাঁরা। পর্যটন সচিব অজিত বর্ধন বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কান্দিতে পর্যটন কেন্দ্র করতে উদ্দ্যোগী হয়েছেন। তাতে কান্দির এই রাধাবল্লভের মন্দিরকে বেছে নেওয়া হয়েছে। মন্দিরটি সংস্কারের জন্য ইতিমধ্যে ২৫-৩০লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।”
|
অভিযুক্ত পক্ষের আইনজীবী অসুস্থ। তাই মঙ্গলবার নবদ্বীপ আদালতে সজল ঘোষ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত রইল। নবদ্বীর আদালতের সরকারি কৌঁসুলি সনৎকুমার রায় বলেন, “অভিযুক্ত পক্ষের আইনজীবীরা এখন সাক্ষীদের জেরা করছেন। তাঁদেরই একজন অসুস্থ হয়ে পড়ায় এ দিন শুনানি স্থগিত ছিল।” আজ, বুধবার থেকে ওই মামলার ফের শুনানি হওয়ার কথা।
পুরনো খবর: অভিযুক্তদের নামে নালিশ নেই, বললেন মূল সাক্ষী
|
২০১১ সালের জনগণনায় ভাল কাজ করার জন্য নদিয়ার জেলাশাসক পি বি সালিমকে বিশেষ সম্মান দিল কেরল সরকার। গত ১০ ডিসেম্বর তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে জেলাশাসকের হাতে ‘প্রেসিডেন্স মেডেলস অ্যান্ড সার্টিফিকেট অফ অনার’ তুলে দেন কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি। ২০১১ সালে জনগণনার সময় পি বি সালিম কেরলের কোঝিকোড জেলার প্রিন্সিপাল সেন্সাস অফিসার ও ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন।
|
বহরমপুরের পরে মুর্শিদাবাদ পুরসভায় চালু হল ‘ই-গভর্নেন্স সিস্টেম’। শুক্রবার ই-গভর্নেন্স-এর উদ্বোধন করেন পুরপ্রধান কংগ্রেসের শম্ভুনাথ ঘোষ। তিনি বলেন, “এখন থেকে বার্থ সার্টিফিকেট থেকে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর থেকে পুরসভার যাবতীয় কাজ ওই পদ্ধতিতে হবে।”
|
দশ দিন ব্যাপী নদিয়া উত্সবের সমাপ্তি হল রবিবার। রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে স্থানীয় কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরাম আয়োজিত এই উত্সবের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বানীকুমার রায়। ছিলেন রানাঘাটের মহকুমাশাসক সুপর্ণকুমার রায়চৌধুরী, কবি কার্তিক মোদক-সহ অনেকে। উত্সব উপলক্ষে ৫৬টি স্টলের আয়োজন করা হয়েছিল। শিল্পী সুজিত মণ্ডলের আঁকা সুনীল গঙ্গোপাধ্যায়ের ৩৪টি বিভিন্ন মুডের ছবি নিয়ে তৈরি চিত্র প্রদর্শনী দর্শকদের বিশেষ নজর কেড়েছে। প্রতিদিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ফোরামের সম্পাদক সুভাষ প্রামাণিক জানান, উত্সব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। |