বিদ্যুদয়নের কাজে জোর বিদ্যুৎমন্ত্রীর
০১৪ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। মঙ্গলবার জেলার গ্রামীণ এলাকার বিদ্যুদয়নের কাজ খতিয়ে দেখতে তমলুকে এসেছিলেন তিনি। জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের পর রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেন, “পূর্ব মেদিনীপুর জেলায় বিদ্যুদয়নের কাজ আশানুরূপ ভাবে এগোচ্ছে। কিছু বিষয়ে সমস্যা থাকলেও আগামী ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে জেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোর কাজ সম্পূর্ণ হবে।”
কাঁকটিয়ার সাব-স্টেশন পরিদর্শনে মণীশ গুপ্ত। ছবি: পার্থপ্রতিম দাস।
জেলা বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, বাম আমলে বিদ্যুদয়নের প্রকল্পে জেলায় ২৪৬৬টি মৌজায় বিদ্যুৎ পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ওই প্রকল্পে এখনও পর্যন্ত জেলায় ২৪৬১টি মৌজায় বিদ্যুদয়নের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ৫টি মৌজায় বিদ্যুদয়নের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই জেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে ২০১২ সালের মাঝামাঝি ‘গৃহদীপ’ প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। বিপিএল ও এপিএল সমস্ত বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোর জন্য মোট ২৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয় বিআরজিএফ (অনগ্রসর এলাকা উন্নয়ন) তহবিল থেকে। গত বছর ওই প্রকল্পের কাজ শুরু হলেও দ্বায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাজের শ্লথগতি নিয়ে অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন এলাকায়। জেলার ২৯২৮টি মৌজার ৭৯ হাজার ৫৩৬টি বিপিএল বাড়িতে ও ১ লক্ষ ৫৯ হাজার ৩২টি এপিএল বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত জেলার মাত্র ১১ হাজার ৭৮৮টি বিপিএল তালিকাভুক্ত ও ৭ হাজার ৫১টি এপিএল পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ফলে আগামী ২০১৪ সালের জুন মাসে সময়সীমার মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে। এদিন বৈঠকে তাই দ্বায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.