বনপথে রেল, রিপোর্ট ২১শে
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে উত্তরবঙ্গের বনাঞ্চলে রাতের বেলায় মালগাড়ি চলাচল বন্ধ রাখার অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আগামী ২১ জানুয়ারি রিপোর্ট জমা দেবে রেল মন্ত্রক। মঙ্গলবার আলিপুরদুয়ার ডিভিশন পরিদর্শনে এসে এ কথা জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার রণজিত্‌ সিংহ ভিরদি। তাঁর কথায়, “আগামী ২১ জানুয়ারি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এবং রেল মন্ত্রক সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, ওই রুটে যত কম ট্রেন চলবে তত বিভিন্ন জায়গায় লেভেল ক্রসিং কম বন্ধ হবে। যানজট এড়ানো যাবে। বিধায়ক এ দিন পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি বদলে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়ার জন্য জেনারেল ম্যানেজারকে প্রস্তাব দেন। আলিপুরদুয়ার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আলিপুরদুয়ার ব্যবসায়ী সমিতি, এমপ্লয়িজ ইউনিয়নের তরফে আলিপুরদুয়ার ডিভিশনের অধীন অসমের ডাংতলা স্টেশন রঙিয়া ডিভিশনে নিয়ে যাওয়ার বিরোধিতা করে জেনারেল ম্যানেজারকে চিঠি দেন। জেনারেল ম্যানেজার এ দিন আলিপুরদুয়ার জংশন স্টেশনটি ঘুরে দেখেন। একটি ভিআইপি যাত্রী প্রতিক্ষালয়েরও উদ্বোধন করেন।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের রাজাশেখরণ ও সিকরি’র ডিভিশন বেঞ্চ রেলকে সর্তক করে এক অন্তবর্তী আদেশ জারি করে। তাতে এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত প্রায় ১৬৮ কিমি রেলপথে রাতে মালগাড়ি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। রাতে যাত্রিবাহী ট্রেনের ক্ষেত্রেও গতি নিয়ন্ত্রণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। রণজিত্‌ সিংহ ভিরদি এ দিন জানান, হাতি মৃত্যু রুখতে চালসা-গুলমা এলাকায় লাইনের ধারে বেড়া দেওয়ার কাজ শেষের পথে। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুগত লাহিড়ি বলেন, “এখনও ওই রুটে মালগাড়ি বন্ধ করা হয়নি। তবে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা রয়েছে।” এ দিন তাঁর কাছে বিভিন্ন দাবি দাওয়া জানান স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.