প্রকৃতিপাঠ শিবিরের আয়োজন করছে ‘বসুন্ধরা’। ২৫ থেকে ২৮ ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর চা বাগানের পাশে বসুন্ধরা প্রকৃতিপাঠ কেন্দ্রে ওই শিবির চলবে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, কটা দিন ছাত্রছাত্রীরা শহরের কোলাহল, জঞ্জাল ও দূষণে ঘেরা পরিবেশ ছেড়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পাবে। শিবিরের কো-অর্ডিনেটর সুজিত রাহা জানান, শিবিরের উদ্বোধন ও ক্যাম্প ফায়ারের দিন অভিভাবকেরা শিবিরে যোগ দিতে পারবেন। মূলত প্রকৃতির মাঝে ছাত্রছাত্রীদের একা থাকা বা চলার জন্য যা যা করণীয় তাও শেখানো হবে। শিবিরে প্রতিদিন চিকিত্সক এসে স্বাস্থ্য পরীক্ষাও করে যাবেন। ১৯৯৩ সালে বসুন্ধরার পথ চলা শুরু হয় দাগাপুর চা বাগান লাগোয়া সবুজে ঘেরা এক এলাকায়। এলাকার ছেলেমেয়েদের পড়াশুনো, খেলাধূলার ব্যবস্থা করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় বসুন্ধরা শহরের একটি পরিচিত নাম।
|
দাঁতালের হানায় মৃত্যু হল চা শ্রমিকের। সোমবার গভীর রাতে ডুয়ার্সের মালবাজার ব্লকের বড়দিঘি বাজার লাগোয়া নেপুচাপুর চা বাগানে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাদনা ওঁরাও (৪৩)। বড়দিঘি চা বাগানের খেড়িয়া লাইনের বাসিন্দা সাদনা ওঁরাও এবং তাঁর স্ত্রী রমনী দু’জনে বাড়িতে ছিলেন। আচমকাই দাঁতাল ঘরে হামলা চালায়। স্ত্রী পালিয়ে গেলেও দাঁতালটি শুঁড়ের নাগালে সাদনাকে পেয়ে আছাড় দেয়। ওই রাতে খেড়িয়া লাইনে আরও ২টি বাড়ি দাঁতালটি ভেঙেছে। মৃতের পরিবারকে প্রাথমিক ভাবে ২০ হাজার টাকা দে। বন দফতর।
|
ধেমাজি ও হোজাইতে হাতির হানায় মৃত্যু হল দু’জনের। পুলিশ জানায়, গত রাতে ধেমাজির বড়লুঙ এলাকায় বুনো হাতির দল লোকালয়ে ঢুকে যায়। তাদের হামলায় ভুবন শইকিয়া নামে একজনের মৃত্যু হয়। প্রায় ৪০টি ঘর নষ্ট হয়। |