সেচের জল বন্ধে ফতোয়া দিল তৃণমূল, অভিযোগ গোঘাটে
বাড়ির গা ঘেঁসে সেচ নালা করা নিয়ে আপত্তি করেছিলেন গোঘাটের সিংরাপুর গ্রামের এক কৃষক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে হিমাংশু কুণ্ডু নামে ওই ব্যক্তি জেনারেল ডায়েরিও করেছিলেন। তারই শাস্তি হিসাবে হিমাংশুবাবুর ছ’বিঘা জমিতে আলু ও সব্জি চাষে সেচ বন্ধ করে দেওয়ার ফতোয়া দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি মহকুমা প্রশাসন ও পুলিশের কাছে জানিয়েছেন ওই কৃষক। তবে অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখে বিডিও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোনও মতেই সেচ বন্ধ করা যাবে না।” যে জায়গায় নালা করা নিয়ে সমস্যার সূত্রপাত, তা সরেজমিনে দেখা হবে জানিয়েছে পুলিশ।
হিমাংশুবাবু বলেন, “মিনি ডিপটিউবওয়েল মালিকদের আমার জমিতে সেচ দেওয়া বন্ধ করার ফতোয়া দিয়েছে। আলু বসানোর পরে একটাও সেচ না পেয়ে সমস্ত বীজ এবং সব্জি শুকিয়ে যেতে বসেছে।” স্থানীয় তৃণমূল নেতা সুদীপ ঘোষের বিরুদ্ধেই তাঁর মূল অভিযোগ। সুদীপবাবু অবশ্য বলেন, “প্রায় আশি জন চাষির স্বার্থে নিকাশি নালাটা করিয়েছি। তবে সেচ বন্ধের বিষয়ে আমার কোনও ভূমিকা নেই। গ্রামের চাষিরাই এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আমি বরং বিষয়টি বসে মিটিয়ে নিতে বলেছি।”
স্থানীয় সূত্রের খবর, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আলু বসানোর কাজ শুরু হয়েছে সিংরাপুর গ্রামের মাঠে। সেই মাঠে তিনটি মিনি ডিপটিউবওয়েলের উপরে নির্ভর করে প্রায় ১৫০ বিঘা জমির আলু চাষ হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ৬ বিঘা জমিতে আলু বসানোর কাজ শেষ হয় হিমাংশুবাবুর। তিনটি মিনি ডিপটিউবওয়েলের জল বিভিন্ন জমিতে ফেলার জন্য ডিসেম্বর মাসের ১১ তারিখে হিমাংশু বাবুর দ্বিতল পাকা বাড়ির গা ঘেঁসে প্রায় এক ফুট চওড়া একটি নালা করেন অন্যান্য কৃষকেরা। হিমাংশু বাবুর অভিযোগ, “আমার বাড়ির ক্ষতি হবে জানিয়ে ওঁদের বাড়ির গা ঘেঁসে নালা করতে নিষেধ করি। ওঁরা শোনেননি। নালা কেটে দেয়। সেই দিনই আমি নালা বুজিয়ে দিই। পরক্ষণেই আবার নালা কাটতে এলে আমি রুখে দাঁড়াই।” ওই চাষির দাবি, প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে। সে দিনই থানায় ডায়েরি করেন তিনি। তাঁর অভিযোগ, পরদিনই সুদীপবাবু দাঁড়িয়ে থেকে আগের চেয়ে আধ ফুট বাড়িয়ে দেড় ফুট চওড়া এবং দেড় ফুট গভীর নালা তৈরি করে দেন। পর দিন থেকে মিনি ডিপটিউবওয়েলের মালিকেরা জানিয়ে দেন, আমার জমিতে তাঁদের সেচ দিতে নিষেধ করে দিয়েছে তৃণমূল।
তিন মিনি ডিপটিউবওয়েলের মালিক পুলক দে, গঙ্গাধর কুণ্ডু এবং নারায়ণ কুণ্ডু অবশ্য তৃণমূলের ফতোয়া নিয়ে মন্তব্য করতে চাননি। তাঁদের বক্তব্য, “একটি স্থায়ী নালা জরুরি। হিমাংশুবাবুর বাড়ির পাশে ওই জায়গা দিয়েই গত দশ বছর ধরে নালা করা হত। আমরা শুধু মিনি ডিপটিউবওয়েল মালিকই নই, জমি চাষও করি। ওই নালা বন্ধ হলে অন্তত ৫০-৬০ বিঘা জমিতে আলু চাষ সম্ভব হবে না। চাষিদের দাবি, হিমাংশুবাবু লিখিত ভাবে জানিয়ে দিন, ওই জায়গার উপর দিয়ে নালা তৈরি নিয়ে তিনি ভবিষ্যতে আপত্তি করবেন না।” গোঘাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তপন মণ্ডল বলেন, “কৃষকের সেচ বন্ধ করার মতো দুঃসাহস আমাদের দলের কেউ করবে বলে মনে হয় না। তবু বিষয়টি খতিয়ে দেখছি।” আজ, বুধবার থেকে ওই চাষি সেচের জল পাবেন বলে মিনি ডিপটিউবওয়েল মালিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তপনবাবু বলেন, “পঞ্চায়েতকে বলেছি, ওই জায়গা দিয়ে নালা জরুরি কিনা তা খতিয়ে দেখতে। যদি জরুরি হয়, তবে ওঁর বাড়ির যাতে ক্ষতি না হয়, সেইমতো পাইপ বসিয়ে জল নিয়ে যেতে হবে।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.