|
|
|
|
নাগাল্যান্ডে ক্ষমতার লড়াই রাজ্যপাল বনাম মন্ত্রিসভার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১৭ ডিসেম্বর |
মন্ত্রিসভা বনাম রাজ্যপালের ক্ষমতার লড়াই শুরু হল নাগাল্যান্ডে।
আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে ‘নাগাল্যান্ড রুল্স অব এগ্জিকিউটিভ বিজনেস’ আইনের সংশোধন প্রস্তাব পাশ করিয়ে রাজ্যপালের ডানা ছাঁটার ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছে নেফিয়ু রিওয়ের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ জোট সরকার। নিজের ক্ষমতা অটুট রাখতে আজই দিল্লি গিয়েছেন রাজ্যপাল অশ্বিনী কুমার।
আজ বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী রিও প্রস্তাবটি উত্থাপন করেন। তাঁর মতে, রাজ্য সরকারের ‘এগ্জিকিউটিভ বিজনেস’-এর অন্তর্গত বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে গৃহীত অনেক ফাইল রাজভবনে কাছে পাঠানো হলেও, তা ফেরত পাঠাতে দেরি বা বাতিল করছেন রাজ্যপাল। মন্ত্রিসভার কোনও পরামর্শ তিনি শুনছেন না। রাজ্যপালের সম্মতি না-পাওয়ায় অনেক কাজ আটকে যাচ্ছে। সরকারি সিদ্ধান্তগুলি কার্যকর করা যাচ্ছে না।
১৬৩ ধারার ওই সংশোধনী অনুযায়ী, এ বার থেকে ওই ধরনের প্রশাসনিক বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। রাজ্যপালকে বিষয়টি জানানো হবে। তাঁর কাছে ফাইল পাঠানো হবে না। সংশোধনীতে আরও বলা হয়েছে, রাজ্যপাল মন্ত্রিসভার মতামতকে গুরুত্ব দিয়ে, তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করতে ‘বাধ্য’ থাকবেন।
রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস সংশোধনীর বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা টোখেহো ইয়েপথোমি বলেন, “তথাকথিত ‘এগ্জিকিউটিভ বিজনেস’ বিষয়টিই বিতর্কিত। শাসক জোট রাজ্যপালের ক্ষমতায় অযথা হস্তক্ষেপ করছে। মুখ্যমন্ত্রী রিও ও তাঁর সঙ্গীরা সংবিধানকে পাশ কাটিয়ে স্বার্থসিদ্ধির ষড়যন্ত্র করছেন।” |
|
|
|
|
|