|
|
|
|
অরুণাচলে দু’টি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনে সবুজ সঙ্কেত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১৭ ডিসেম্বর |
লোকসভা নির্বাচনের আগে তাওয়াং ও টিরাপ-চাংলাং এলাকায় স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের ‘সবুজ সঙ্কেত’ দিল কেন্দ্র।
তাওয়াং ও টিরাপে স্বায়ত্তশাসিত জেলা গঠনের দাবিতে এক দশক ধরে আন্দোলন চলছে। ২০০৪ সালেই এ বিষয়ে অরুণাচল বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়। কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই প্রস্তাব কার্যকর হয়নি।
আগামী বছর বিধানসভা নির্বাচন অরুণাচলে। তার আগে হবে লোকসভা নির্বাচনও। সে দিকে তাকিয়েই তাওয়াং ও পশ্চিম কামেং জেলা নিয়ে ‘মন স্বায়ত্তশাসিত জেলা পরিষদ’ ও টিরাপ-চাংলাং-লংডিং জেলা নিয়ে ‘পাটকাই স্বায়ত্তশাসিত জেলা পরিষদ’ গঠনের আন্দোলন তীব্র হয়েছে। এপ্রিলের মধ্যে স্বায়ত্তশাসনের দাবিপূরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মন স্বায়ত্তশাসিত জেলা গঠনের দাবিতে তাওয়াং-এ জনসমাবেশে পর্যটনমন্ত্রী পেমা খান্ডু-সহ পাঁচ কংগ্রেস বিধায়ক অংশ নেন। দাবি কমিটির তরফে হুমকি দেওয়া হয়েছে, এপ্রিলের মধ্যে কথা শোনা না-হলে, তাওয়াং ও পশ্চিম কামেং-এর সব মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করবেন।
প্রশাসনিক সূত্রের খবর, এ বিষয়ে আজ দিল্লিতে সনিয়া গাঁধী, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি, প্রদেশ কংগ্রেস সভাপতি মুকুট মিথি, মন্ত্রী পেমা-সহ অরুণাচলের প্রতিনিধিদল। দাবি কমিটির তরফে সনিয়া, শিন্দে ও মনমোহনকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে, পিছিয়ে থাকা জেলাগুলির বিকাশের গতি আনতে স্বায়ত্তশাসন ছাড়া উপায় নেই।
টুকি জানিয়েছেন, অরুণাচলে প্রথমবার স্ব-শাসিত জেলা গঠনের বিষয়ে সনিয়া-মনমোহন আশ্বাস দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, পর্যালোচনার পর দু’টি স্বায়ত্তশাসিত জেলা তৈরির প্রক্রিয়া শুরু করা হবে। তবে, কেন্দ্র সবুজ সঙ্কেত দিলেও এ নিয়ে আইন প্রণয়ন করতে হবে। |
|
|
|
|
|