অরুণাচলে দু’টি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনে সবুজ সঙ্কেত
লোকসভা নির্বাচনের আগে তাওয়াং ও টিরাপ-চাংলাং এলাকায় স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের ‘সবুজ সঙ্কেত’ দিল কেন্দ্র।
তাওয়াং ও টিরাপে স্বায়ত্তশাসিত জেলা গঠনের দাবিতে এক দশক ধরে আন্দোলন চলছে। ২০০৪ সালেই এ বিষয়ে অরুণাচল বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়। কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও সেই প্রস্তাব কার্যকর হয়নি।
আগামী বছর বিধানসভা নির্বাচন অরুণাচলে। তার আগে হবে লোকসভা নির্বাচনও। সে দিকে তাকিয়েই তাওয়াং ও পশ্চিম কামেং জেলা নিয়ে ‘মন স্বায়ত্তশাসিত জেলা পরিষদ’ ও টিরাপ-চাংলাং-লংডিং জেলা নিয়ে ‘পাটকাই স্বায়ত্তশাসিত জেলা পরিষদ’ গঠনের আন্দোলন তীব্র হয়েছে। এপ্রিলের মধ্যে স্বায়ত্তশাসনের দাবিপূরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মন স্বায়ত্তশাসিত জেলা গঠনের দাবিতে তাওয়াং-এ জনসমাবেশে পর্যটনমন্ত্রী পেমা খান্ডু-সহ পাঁচ কংগ্রেস বিধায়ক অংশ নেন। দাবি কমিটির তরফে হুমকি দেওয়া হয়েছে, এপ্রিলের মধ্যে কথা শোনা না-হলে, তাওয়াং ও পশ্চিম কামেং-এর সব মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করবেন।
প্রশাসনিক সূত্রের খবর, এ বিষয়ে আজ দিল্লিতে সনিয়া গাঁধী, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি, প্রদেশ কংগ্রেস সভাপতি মুকুট মিথি, মন্ত্রী পেমা-সহ অরুণাচলের প্রতিনিধিদল। দাবি কমিটির তরফে সনিয়া, শিন্দে ও মনমোহনকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে, পিছিয়ে থাকা জেলাগুলির বিকাশের গতি আনতে স্বায়ত্তশাসন ছাড়া উপায় নেই।
টুকি জানিয়েছেন, অরুণাচলে  প্রথমবার স্ব-শাসিত জেলা গঠনের বিষয়ে সনিয়া-মনমোহন আশ্বাস দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, পর্যালোচনার পর দু’টি স্বায়ত্তশাসিত জেলা তৈরির প্রক্রিয়া শুরু করা হবে। তবে, কেন্দ্র সবুজ সঙ্কেত দিলেও এ নিয়ে আইন প্রণয়ন করতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.