ভাড়া নিয়ে বচসার জেরে এক যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকার এজেসি বসু রোডে, জোড়া গির্জার সামনে। অভিযুক্ত কন্ডাক্টর শওকত আলিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই যাত্রী শেখ হাবিবুল রহমানকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শিয়ালদহ থেকে নোনাপুকুর যেতে ২২৭ নম্বর রুটের বাসে উঠেছিলেন উলুবেড়িয়ার বাসিন্দা হাবিবুল। ৫ টাকা ভাড়া নেওয়ার সময়ে কন্ডাক্টর খুচরো চান। না থাকায় দশ টাকার নোট দেন তিনি। অভিযোগ, টাকাটি ছেঁড়া রয়েছে দাবি করে তা নিতে চাননি শওকত। এ নিয়ে বচসা বাধে। হাবিবুল বলেন, “নোটটা একটু ময়লা ছিল। কন্ডাক্টর নিতে চাইছিল না। কারণ জানতে চাইতেই আমাকে সিট থেকে তুলে মারতে শুরু করল।” অভিযোগ, এর পরেই চলন্ত বাস থেকে ধাক্কা মেরে তাঁকে রাস্তায় ফেলে দেন শওকত। হইহই করে ওঠেন অন্য যাত্রীরা। তাঁরাই বাসটি জোর করে থামিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্ক সার্কাস ট্রাফিক গার্ড ও তালতলা থানার পুলিশ।
পুলিশ জানায়, বাস থেকে পড়ে হাতে, মাথায় চোট পান ওই যাত্রী। এনআরএসে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে পুলিশ। পরে চালককে ছেড়ে দেওয়া হলেও শওকতকে গ্রেফতার করা হয়। তবে ওই কন্ডাক্টর বলেন, “আমি ওই যাত্রীকে মারধর করিনি। খুচরো চাইলাম, দিলেন না। ছেঁড়া টাকা দিলেন। তা নিতে না চাওয়ায় উনিই আমাকে মারতে থাকেন। তার পরে পা ফস্কে পড়ে যান।” |