স্বামী বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে আগামী ১৪-১৯ জানুয়ারি বক্তৃতা, প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি)। আশ্রমের সহ-সম্পাদিকা প্রব্রাজিকা ধৃতিপ্রাণা জানিয়েছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রী এবং পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তরের শুধুমাত্র ছাত্রীরা অংশ নিতে পারবে এই প্রতিযোগিতাগুলিতে। বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতার জন্য স্কুল বা কলেজের পরিচয়পত্র এবং ছবি-সহ রোজ দুপুর ১-৪টে (শনি ও রবিবার বাদে) আশ্রমে এসে নাম নথিভুক্ত করতে হবে। অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়ার শেষ তারিখ ১৪ জানুয়ারি, অন্য প্রতিযোগিতাগুলিতে ১০ জানুয়ারি।
|
তরুণীর সঙ্গে ‘অশালীনতা’র ঘটনায় তদন্তভার বিধাননগর কমিশনারেটের হাত থেকে সিআইডি-কে দিল কলকাতা হাইকোর্ট। তরুণীর বাবা বিপ্লব চৌধুরী বিমানবন্দর থানায় অভিযোগ জানান, তাঁর মেয়ের সঙ্গে কিছু দুষ্কৃতী অশালীন আচরণ করে। তাঁদের নামও উল্লেখ করেন তিনি। কিন্তু পুলিশ ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করেন। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থানার আইসি-কে এই মামলার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে বলেন। মঙ্গলবার রিপোর্ট দেখে অসন্তোষ জানিয়ে বিচারপতি তদন্তভার সিআইডি-কে দিয়ে দেন।
|
মতভেদ থাকুক, তবে মনের বিভেদ যেন না থাকে। সব সম্প্রদায়কেই সম্মান করা উচিত। মঙ্গলবার প্রেস ক্লাবে ‘অল ফেথ ফোরাম’-এর এক অনুষ্ঠানে এমনই আবেদন করা হয়। সংস্থার ভাইস-প্রেসিডেন্ট সুখবন্ত সিংহ জানান, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, মানুষ নিজের স্বার্থে সম্প্রদায়কে ব্যবহার করে। নানা সম্প্রদায়ের নিয়ম আলাদা, তবে সকলের উদ্দেশ্য সমাজে শান্তি বজায় রাখা।
|
এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর কালিঘাট মন্দিরের সামনের ফুটপাথের অঞ্জলি দাস নামের ওই ১৪ বছরের কিশোরী গত জুন মাস থেকে নিখোঁজ ছিল। ৯ তারিখ অঞ্জলির মায়ের মোবাইলে ফোন করে সে বলে তাকে জয়পুরের একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাঁকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সুনীতা পাণ্ডে নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
|
লালবাজারের কাছে এজরা স্ট্রিট এবং ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের মোড়ে, ফুটপাথ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাঁরা এসে ওই যুবককে মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অনুমান, ওই যুবক ভিক্ষা করতেন। |