টেস্টে ফেল করা ছাত্রদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ-অবরোধে সোমবার অশান্ত হয়ে উঠেছিল শ্যামবাজার এ ভি স্কুল। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিক্ষোভকারীদের জানিয়ে দিয়েছিলেন, কোনও অবস্থাতেই ওই ছাত্রদের পাশ করানো হবে না। তবে অকৃতকার্য ছাত্রদের পরীক্ষার খাতা দেখাতে রাজি হন তাঁরা। মঙ্গলবার কড়া পুলিশি পাহারায় অকৃতকার্য ছাত্রদের খাতা দেখায় স্কুল। কর্তৃপক্ষের দাবি, খাতা দেখে সন্তুষ্ট ওই ছাত্র ও তাদের অভিভাবকেরা।
এ দিন সকাল দশটা থেকেই স্কুলের সামনে ছাত্র ও অভিভাবকদের ভিড় জমে যায়। পুলিশ সেই ভিড় সরিয়ে দেয়। পরে শিক্ষা দফতরের দুই আধিকারিকও আসেন। কিছু পরে পুলিশ মাইকে ঘোষণা করে, অকৃতকার্য ছাত্র এবং তার এক জন অভিভাবক স্কুলে ঢুকে খাতা দেখতে পারেন। যারা খাতা দেখতে চায়, তাদের লাইনে দাঁড় করায় পুলিশ। এক এক করে তাদের স্কুলে নিয়ে যাওয়া হয়।
খাতা দেখার পরে দশম শ্রেণির এক ছাত্রের অভিভাবিকা সবিতা দত্ত বলেন, “আমি এবং আমার ছেলে টেস্ট পরীক্ষার সব খাতা দেখলাম। ছেলে ফেল করেছে ঠিকই। কিন্তু খাতা ঠিক ভাবেই দেখা হয়েছে।” উচ্চ মাধ্যমিক টেস্টে অকৃতকার্য এক ছাত্রের কথায়, “খাতা দেখে বুঝলাম, স্যারেরা ঠিকমতোই দেখেছেন। তবে আমাদের পাশ করিয়ে দিলে ভাল হত। দু’মাস পড়ে পাশ করতে পারতাম।”
প্রধান শিক্ষক মনোরঞ্জনকুমার রপ্তান বলেন,“এ দিন টেস্টে অকৃতকার্য সব ছাত্র এবং তাদের অভিভাবকদের খাতা দেখতে দেওয়া হয়েছে। তারা খাতা দেখে সন্তুষ্ট। তাই আমরা আমাদের সিদ্ধান্তেই অনড় থাকছি।” |