উন্নয়ন প্রকল্পের কাজ সময়ে করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও খোদ কলকাতায় কেইআইআইপি-র (কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) কিছু প্রকল্প সময়ে শেষ হচ্ছে না বলে অভিযোগ উঠল। মঙ্গলবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদ বৈঠকে মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মেয়রের বক্তব্যে সহমত হন একাধিক মেয়র পারিষদও। ভবিষ্যতে যাতে এমনটা না হয় তাই পুর কমিশনার খলিল আহমেদকে নজরদারি রাখতে বলা হয়েছে।
পুর সূত্রের খবর, সন্তোষপুর থেকে গার্ডেনরিচ পর্যন্ত একটি নিকাশি প্রকল্পের কাজ করছে কেইআইআইপি। ওই কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যে সংস্থাকে কাজটি দেওয়া হবে তার বিরুদ্ধে সময়ে কাজ না করার অভিযোগ আগে থেকেই রয়েছে। এ দিন সেই সংস্থাকে ফের কাজ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র-সহ একাধিক সদস্য।
পুরসভার এক পদস্থ অফিসার জানান, বছর কয়েক আগে বেহালায় বীরেন রায় (পশ্চিম) রোডে কাজের বরাত পেয়েছিল সংস্থাটি। কিন্তু ওই কাজের মান এতটাই খারাপ ছিল যে স্থানীয় বাসিন্দারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। কাজও সময়ে শেষ হয়নি। তিনি জানান, এ বার প্রায় ২২ কোটি টাকার নিকাশি প্রকল্পের কাজ পাবে ওই সংস্থা। অনুমোদনের জন্য বিষয়টি মেয়র পারিষদের বৈঠকে উঠলে মেয়র তাঁর অসন্তোষের কথা তোলেন।
পুরসভার এক অফিসার জানান, শহরের পরিবেশ উন্নয়নে বস্তি, নিকাশি, জল সরবরাহ এবং রাস্তা-সহ নানা কাজ করে থাকে কেইআইআইপি। কাজ হয় মূলত কেন্দ্র ও রাজ্য সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহায়তায়। তাই তাদের কাজের পরিধিও বেশি। এ দিনের বৈঠকে পুর কমিশনারকে বলা হয়েছে কেইআইআইপি-র প্রকল্পে কড়া নজরদারি প্রয়োজন। যে কোনও কাজের বরাত দেওয়ার আগে সময়ে কাজ শেষ করার শর্ত নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে জরিমানা ধার্য করার কথাও বলা হয়েছে। যদিও কেইআইআইপি কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। |