নাবালিকা কিশোরীর বিয়ে দেওয়ার অভিযোগে তার বাবা-মা, স্বামী ও স্বামীর পিসিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার ঘটনা। পুলিশ জানায়, সোমবার অভিযোগ পেয়েই ওই কিশোরী ও তাঁর চার আত্মীয়কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই কিশোরী তার বয়স ১৮ বলে দাবি করলেও তাঁর বাবা জেরায় কবুল করেন মেয়ের বয়স ১৫। নাবালিকা বিয়ে যে আইনত দণ্ডনীয় তা জানতেন না বলে জানিয়েছেন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় তাঁদের। মেয়েটিকে বর্ধমানের ঢলদিঘির একটি সরকারি হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর মামা রবিবার তাঁর দিদির বাড়ি গিয়ে জানতে পারেন, দিদি ও জামাইবাবু মিলে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁদের নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। এ নিয়ে তাঁর সঙ্গে ওই কিশোরীর বাবা-মায়ের বচসা শুরু হয়। তখন তিনি বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায়কে টেলিফোনে ঘটনাটি জানান। পুলিশ গিয়ে দেখে মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠানোর তোড়জোর চলছে। তখনই ওই কিশোরী-সহ পাঁচজনকে থানায় নিয়ে আসে পুলিশ। সে সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন বলেও অভিযোগ। তাঁরা পুলিশকে বলেন, ওই এলাকায় নাবালিকা বিয়ে আকছার ঘটছে। তাই ওদের গ্রেফতার করা উচিত নয়। পুলিশ অবশ্য তাঁদের থানায় এনে জেরা করে। মেয়েটি নিজেকে ১৮ বলে দাবি করলেও তার বাবা স্বীকার করেন মেয়ে নাবালিকা।
|
উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা বেশি নেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে (কেডিআই) বিক্ষোভ দেখাল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য লিখিত ভাবে আবেদন জানায় পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ জরিমানা বাবদ প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছে। কিন্তু কেন জরিমানা নেওয়া হল তার সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। পরীক্ষার্থীরা আরও জানায়, শহর বা পার্শ্ববর্তী কোনও স্কুলে পরীক্ষার্থীদের কাছ থেকে এ রকম ভাবে কোনও জরিমানা আদায় করা হয়নি। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক সুবীর দত্ত বলেন, “পরীক্ষার্থীদের দাবি মেনে ওই টাকা ফিরিয়ে দেওয়া হবে।”
|
নবান্ন উৎসবের বিসর্জনের সময় দুই পাড়ার মধ্যে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ বাধল সোমবার। এ দিন রাতে কাটোয়ার চাণ্ডুলী গ্রামে মাঝের পাড়া ও দক্ষিণ পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। জখম হয়েছেন মাঝের পাড়ার চার জন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে মাঝের পাড়ার কয়েকজন যুবক দক্ষিণ পাড়ায় গিয়েছিলেন। সেখানে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা তারপর হাতাহাতি হয়। পরে সংঘর্ষও বাধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
|
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে লুঠপাটের অভিযোগ উঠল বর্ধমানে। মঙ্গলবার দুপুরে শহরের নতুনগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে বেশ কয়েক হাজার টাকা তুলে ফিরছিলেন মুকুলবিহারী দত্ত। অবসরপ্রাপ্ত ওই আয়কর দফতরের কর্মীর অভিযোগ, বাড়ি ফেরার পথে ভেড়িখানা মোড়ে দুই মোটরবাইক আরোহী তাঁকে ধাক্কা মেরে পালায়। তিনি সামলে উঠে দেখেন, টাকার ব্যাগটি উধাও। তখনই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে অভিযুক্তদের হদিশ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
|
নান্দাই পঞ্চায়েতে ভাঙন চলছেই। মঙ্গলবারও সিপিএমের দুই সদস্য বিজয় সরকার ও গাজলু শেখ তৃণমূলে যোগ দিয়েছেন। ওই পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূলের সংখ্যা দাঁড়াল ১৪য়। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ নান্দাই ব্রিজ এলাকা থেকে পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত তৃণমূলের তরফে বাজনা বাজিয়ে মিছিল করা হয়। মিছিলের সামনে ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সদস্যেরা। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথও। স্বপনবাবু বলেন, “যাঁরা সদ্য দলে যোগ দিয়েছেন, তাঁরা প্রাপ্য সম্মান পাবেন। উন্নয়নই পঞ্চায়েতের একমাত্র লক্ষ্য হবে।” |