টুকরো খবর
কম্পালসারি ওয়েটিংয়ে গেলেন কিরণকুমার
জামিনে মুক্ত মালদহের প্রাক্তন জেলাশাসক গোদালা কিরণকুমারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল রাজ্য সরকার। তাঁর জায়গায় ইতিমধ্যেই মালদহের নতুন জেলাশাসক নিযুক্ত হয়েছেন শরদ দ্বিবেদী। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চিফ এগ্জিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে দ্বিবেদীই গোদালা কিরণকুমারের বিরুদ্ধে এফআইআর করেন। এ বার জেলাশাসক হিসেবেও কিরণকুমারের ছেড়ে যাওয়া জেলার দায়িত্ব নিলেন তিনি। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও থাকাকালীনই কিরণকুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগেই গ্রেফতার হন তিনি। সরকারকে না জানিয়ে মালদহের প্রাক্তন ওই জেলাশাসককে গ্রেফতার করার অভিযোগে আগেই শিলিগুড়ি কমিশনার পদ থেকে সরানো হয়েছে কালিয়াপ্পন জয়রামনকে। তাঁকেও কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছে। এ বার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল দুর্নীতি মামলায় অভিযুক্ত কিরণকুমারকেও।

পুরনো খবর:

পুলিশ-আবাসন
রাজ্য ও কলকাতা পুলিশের এসআই, এএসআই, কনস্টেবলদের জন্য আবাসন তৈরি করবে সরকার। এর জন্য জমি দেবে সরকার। আবাসন গড়ে তোলার জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউসিং কর্পোরেশন গঠন করা হবে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আবাসনে যাঁরা থাকবেন, তাঁরা যাতে সহজে ব্যাঙ্কের ঋণ পান, সে জন্য সাহায্য করবে সরকার। রাজ্য প্রশাসন সূত্রের খবর, বর্ধমান, শিলিগুড়ি ও খড়্গপুরে রাজ্য পুলিশের কিছু জমি রয়েছে। সেখানেই প্রাথমিক ভাবে ওই আবাসন প্রকল্প হবে।

সংরক্ষণ বাড়ল
তফসিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব অনুমোদন পেয়েছে। রাজ্য প্রশাসন সূত্রের খবর, এ দিন মন্ত্রিসভার বৈঠকে উচ্চশিক্ষায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ২২% এবং ৬% শতাংশ সংরক্ষণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে, অনগ্রসর শ্রেণির জন্য ১৭% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সুসংহত স্কুল
রাজ্যে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অধীনে তফসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়েদের জন্য নতুন ৪০টি সরকারি সুসংহত বিদ্যালয়, ১১টি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও ১০৫টি হস্টেল তৈরি হবে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতিষ্ঠানগুলি চালানোর জন্য ১৯৫৭টি পদ তৈরির প্রস্তাবও এ দিন বৈঠকে অনুমোদিত হয়। সুসংহত বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ থাকবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.