অবশেষে বাগনানে রেল লাইনের উপর দিয়ে উড়ালপুল তৈরির কাজ প্রায় শেষ পর্বে। রেল লাইনের উপরের অংশে গার্ডার বসিয়ে দু’পাশের রাস্তার সঙ্গে জুড়ে দেওয়া হবে এ বার। এ জন্য শনিবার রাত পৌনে ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা হাওড়া-খড়্গপুর শাখায় সব ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেল সূত্রের খবর, শনিবার বেশি রাতে প্রথমে বাগনানে স্টেশনের বেশ কিছুটা এলাকায় ওভারহেড তার খুলে ফেলা হবে। তার পরে ক্রেনে তুলে তিনটি ইস্পাতের গার্ডার বসানো হবে স্তম্ভের উপরে। রাজ্য সরকার ইতিমধ্যেই সেতুর দু’ধারের রাস্তা তৈরি করে রেখেছে। লাইনের ওপরের অংশে গার্ডার বসানো হলে মাঝের ওই ৭৫ মিটার অংশে রাস্তা তৈরি হবে। কাজ শেষ করতে আরও এক মাস লাগবে। ১৯ কোটি টাকায় তৈরি হওয়ার কথা ছিল উড়ালপুলটি। কাজে দেরি হওয়ায় খরচ বাড়তে বাড়তে এখন ৪৫ কোটি টাকায় পৌঁছেছে।
সেতু জোড়ার জন্য ট্রেন বন্ধ রাখায় সমস্যা হবে তিনটি রুটে। হাওড়া-পুরী, হাওড়া-চেন্নাই ও হাওড়া-মুম্বই। তবে যাত্রী দুর্ভোগ যাতে সব চেয়ে কম হয়, সে জন্যই শনিবারের রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত সময় বেছে নেওয়া হয়েছে। তখন লোকাল ট্রেনও কম থাকে। এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অফিসার সৌমিত্র মজুমদার বলেন, “ওই কাজ যে দিনই হবে, সে দিনই ১২-১৩ ঘণ্টা ট্রেন বন্ধ রাখা প্রয়োজন। ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হবেই। তার জন্য আমরাও দুঃখিত। কিন্তু চেষ্টা হচ্ছে কত কম ট্রেন বাতিল করে কাজটা করা যায়।” সৌমিত্রবাবু জানান, কিছু লোকাল বাতিল হবে ও কিছু ট্রেন চালানো হবে যাত্রাপথ ছোট করে।
রেল সূত্রে খবর, শনিবার রাত থেকে যে সব গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হচ্ছে তার মধ্যে রয়েছে, রূপসী বাংলা এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী, দিঘা-তাম্রলিপ্ত, যশবন্তপুর এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, দিঘা এক্সপ্রেস, হাওড়া-দিঘা দুরন্ত এবং আরও ৪টি দূরপাল্লার ট্রেন। ঘুরপথে চলবে ৯টি দূরপাল্লার ট্রেন এবং যাত্রাপথ ছোট করা হচ্ছে ৬টির। সময় পরিবর্তন করা হয়েছে মোট ১৫টি দূরপাল্লার ট্রেনের। ওই ১২ ঘণ্টায় বাতিল থাকছে ৩৫টি আপ ও ৩৭টি ডাউন লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, রবিবার সকালে বেশ কিছু ট্রেনকে ঘুর পথে আদ্রা-আসানসোল হয়ে পূর্ব রেলের দিক দিয়ে হাওড়ায় আনা হবে। |