|
|
|
|
তৃণমূলের শহর সভাপতির ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দায়িত্ব ছাড়তে চেয়ে নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূলের শহর সভাপতি সুকুমার পড়্যা। সোমবার তৃণমূলের এক সূত্রে জানা গিয়েছে, জেলা সভাপতি দীনেন রায়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। তবে দীনেনবাবু এ নিয়ে মন্তব্য করেননি। আর সুকুমারবাবুর বক্তব্য, “যা জানানোর নেতৃত্বকে লিখিত ভাবে জানিয়েছি। এ নিয়ে সংবাদমাধ্যমে নতুন করে কিছু বলার নেই।” তৃণমূল সূত্রে খবর, পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি।
সোমবার ছিল মেদিনীপুরে পুরপ্রধান নির্বাচন। এ বার তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঠিকই, তবে ফল খুব ভাল হয়নি। ২৫-এর মধ্যে ১৩টি আসন পেয়ে কোনওমতে মান রক্ষা হয়েছে। তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল, অন্তত ১৭-১৮টি আসন তাঁরা পাবেন। কেন প্রত্যাশিত ফল হয়নি, তা নিয়ে দলে পর্যালোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে সাংগঠনিক রদবদলের ভাবনাচিন্তাও শুরু হয়। তৃণমূলের অন্দরের খবর ছিল, নতুন পুরবোর্ড গঠিত হলে পদ ছাড়তে চেয়ে জেলা নেতৃত্বের কাছে লিখিত আবেদন জানাবেন সুকুমারবাবু। দলীয় সূত্রের অবশ্য দাবি, আগেই জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুকুমারবাবু।
সুকুমারবাবু ২০০৬ সাল থেকে তৃণমূলের শহর সভাপতি পদে রয়েছেন। তিনি পেশায় আইনজীবী। রাজ্যে পালাবদলের পরে মেদিনীপুর আদালতের জিপি (গভর্নমেন্ট প্লিডার্স) হন। জানা গিয়েছে, সরকারি আইনজীবীর কাজ সামলে দলে সে ভাবে সময় দিতে পারছেন না সুকুমারবাবু। গত শুক্রবার দলের নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে মেদিনীপুরে এক বৈঠক করে তৃণমূল। ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন সুকুমারবাবু। এ নিয়ে জোর জল্পনা শুরু হয়। সুকুমারবাবু জেলা তৃণমূলের কোর কমিটিরও সদস্য। তবে শহর সভাপতির পদ ছাড়লেও তাঁর কোর কমিটির সদস্যপদ থাকবে। |
|
|
|
|
|