দু’টি দুর্ঘটনায় মৃত ৩, জখম ৮ জন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর ও মেদিনীপুর |
দুধের কন্টেনার বোঝাই পিক-আপ ভ্যানের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। মৃতদের নাম নন্দ দাস (৩২), পল্টু বেরা (২৮) ও দীপক মালিক (২৬)। সোমবার খড়্গপুর-ভুবনেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁতনের ঘোলাই মোড়ে ঘটনাটি ঘটে। নন্দবাবু ও পল্টুবাবু বেলদার রামার বাসিন্দা। দীপকবাবু বীরবারপুরের বাসিন্দা। তাঁরা তিনজনেই পিক-আপ ভ্যানটিতে ছিলেন।
|
বাগডুবিতে দুর্ঘটনার পরে। —নিজস্ব চিত্র। |
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ ঘোলাই মোড়ে বেলদা থেকে দাঁতনের সোনাকনিয়াগামী পিক-আপ ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা ওড়িশাগামী একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিক-আপ ভ্যানের চালক দীপক মালিক ও পাশে বসে থাকা পল্টু বেরার। গুরুতর জখম অবস্থায় নন্দবাবুকে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে অন্য দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের বাগডুবিতে। স্থানীয় সূত্রে খবর, শুরুতে একটি পিক-আপ ভ্যানের সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষ হয়। মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। উল্টে যায়। পিক- আপ ভ্যানটি মেদিনীপুর থেকে ধেড়ুয়ার দিকে যাচ্ছিল। মারুতিটি ধেড়ুয়া থেকে মেদিনীপুরের দিকে আসছিল। অন্যদিকে, মোটর সাইকেলে ৩ জন ছিলেন। ৩ জনই জখম হন। মারুতি উল্টে ৫ জন জখম হন। গুরুতর জখমদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। |
|