শান্তিপূর্ণ বন্ধ
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবিতে সোমবার শান্তিতেই পালিত হল স্থানীয় ব্যাবসায়ী এবং বাসিন্দাদের একাংশের ডাকা বারো ঘণ্টার বাজার বন্ধ। শনিবার সন্ধ্যায় মুদিখানায় জিনিস কিনতে গিয়েছিল এক নিবালিকা। সোমনাথ দে নামে ওই দোকানির বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে। ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যাতেই এলাকার মানুষ একটি ধিক্কার মিছিল করেন। এ দিন অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে বারো ঘণ্টা লাভপুর বাজার এলাকা বন্ধের ডাক দেওয়া হয়। পুলিশ জানায়, বন্ধ ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও কোনও অশান্তি হয়নি। এ দিকে ডাক্তারি পরীক্ষা করাতে আসার পরে বোলপুর মহকুমা হাসপাতালে ওই নাবালিকার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ তুলে সোমবার সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় একটি সংগঠন। যদিও হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, “এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।” এ দিন আদালতে হাজির করানো হলে ধৃতের ১৪ দিন জেল হাজত হয়েছে।
পুরনো খবর: নাবালিকাকে ধর্ষণে লাভপুরে গ্রেফতার প্রৌঢ়
|
জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
ডুমুরগ্রাম হাইমাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলকে হারিয়ে জয়ী হলেন বামপন্থী প্রগতিশীল মোর্চার ৬ প্রার্থী। রবিবার নির্বাচন হয়েছে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটে কংগ্রেস, তৃণমূল এবং নির্দল সদস্যরা জোট করে সিপিএমকে রুখে দেন। জোট থেকেই স্থানীয় পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন। এই অবস্থায় হাই মাদ্রাসায় জেতায় খুশি সিপিএম নেতৃত্ব। এলাকার সিপিএম নেতা তথা জেলা পরিষদের সদস্য আলি আসগার বলেন, “ভুল বুঝিয়ে এবং প্রলোভন দেখিয়ে তৃণমূল স্কুল নির্বাচন করার চেষ্টা করেছিল। তা সফল হয়নি।” তৃণমূলের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় ঘোষ বলেন, “নিজেদের লোকেরাই বিরোধীদের হয়ে ভোট করেছে। দলের শীর্ষ নেতৃত্বকে জানাব।” ভোট কাটাকাটিতে তাঁদের প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে দাবি কংগ্রেসের মুরারই ১ ব্লক সভাপতি আলি মোর্তাজা খানের।
|
বাইক চুরির চক্রে যুক্ত থাকার অভিযোগে রবিবার রাতে খোঁয়াজ মহম্মদপুর থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল শেখ জিয়ারুল ও শেখ সানারুল। সোমবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে চার দিন পুলিশি হেফাজত হয়। দুবরাজপুর থানা এলাকার খোঁয়াজ মহম্মদপুর গ্রামে তাদের বাড়ি। পুলিশের দাবি, জিয়ারুলদের কাছ থেকে ৪টি চুরি করা বাইক উদ্ধার হয়েছে। দুবরাজপুর থানা সূত্রে জানা গিয়েছে, ১০-১২ জনের একটি দল বহু দিন এই বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত। শুধু দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর থানা এলাকার পাশাপাশি বর্ধমানের কাঁকসা, রানিগঞ্জ, আসানসোল থানা এলাকাগুলিতেই ওই চক্রটি কাজ করে থাকে। |