রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে নলহাটির তেজহাটি গ্রামের কাছে তেজহাটি-সরধা রাস্তা অবরোধ করলেন এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। সোমবার বিকেল চারটে থেকে অবরোধ শুরু হয়। খবর পেয়ে রামপুরহাট থেকে পূর্ত দফতরের সহকারি বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আসে নলহাটি থানার পুলিশও। কাজের মানও খতিয়ে দেখার আশ্বাসে ঘণ্টাখানেকের মধ্যেই আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা বাবর আলি, নিখিল মিত্ররায়, কালাচাঁদ লেট, জ্যোর্তিময় সিংহদের অভিযোগ, “রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সংস্কারের মান খুব খারাপ। এ ছাড়াও সংস্কারের জন্য যেখানে যেখানে সেতু ও কালভার্ট ভাঙা হয়েছে, তা ব্যারিকেড দিয়ে ঘিরে না দেওয়ায় সাইকেল আরোহী থেকে মোটর বাইক আরোহী, সবাই দুর্ঘটনার কবলে পড়ছেন।” তাঁদের দাবি, সঠিক পদ্ধতি মেনে রাস্তা সংস্কার করা হচ্ছে না। কাজের মান খারাপ হওয়ায় বর্ষার পরেই রাস্তার নতুন পাথর-বালি উঠে গিয়েছে। নিয়ম মেনে দখলকার না সরানোয় রাস্তাটি কোথাও চওড়া হয়েছে, কোথাও আবার সঙ্কীর্ণই রয়ে গিয়েছে। সংস্কারের সময়ে ধুলো দূষণ হলেও রাস্তার সর্বত্র জল ছিটনো হচ্ছে না। আন্দোলনকারীদের অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে প্রিয়ঙ্করবাবু বলেন, “অনেক জায়গায় কাজ চলছে। আমার একার পক্ষে সমস্ত জায়গার কাজ সব সময় খতিয়ে দেখতে যাওয়া সম্ভব নয়। কাজ ভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার একটা নিজস্ব দায়িত্ব থাকে। এ দিন ওই এলাকায় গিয়ে দেখি, কাজের মান সত্যিই খারাপ।” নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পদ্ধতি মেনে কাজ করার জন্য ওই সংস্থাকে তিনি সতর্ক করেছেন। |