এসজেডিএ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা সংস্থার চেয়ারম্যান গৌতম দেব। তবে কিছু সময় দিলে দফতরটি ঘুরে দাঁড়াবে বলেও তাঁর আশা। রবিবার শিলিগুড়ির খালপাড়ায় শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা বলেন তিনি।
গৌতমবাবু বলেন, “এসজেডিএ মানেই শুধু খারাপ বিষয় বা দুর্নীতি নয়, আমরা দফতরের পক্ষ থেকে প্রচুর কাজ করছি ও কাজের পরিকল্পনা করেছি।” এ দিনের অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে দশ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী সবকটি শুনে তার জবাব দেওয়ার চেষ্টা করেন। পরিবহণ নগরের কাছে মহানন্দার ভাঙন এবং ভ্যাট বিষয়ে তিনি পরে বিস্তারিত খোঁজ নেবেন বলে আশ্বাস দেন। বাকি বিষয়গুলিতে এসজেডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে দ্রুত কাজ হচ্ছে বলেও গৌতমবাবু জানিয়েছেন।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “শহরে মানুষ, যানবাহন এবং রাস্তার সামঞ্জস্য রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। সারা শিলিগুড়ি শহর সহ উত্তরবঙ্গের খোলনলচে পাল্টে ফেলতে আমরা বদ্ধপরিকর। তার জন্য কাজও শুরু হয়েছে। আগামী তিন বছরে আরও কাজ হবে।” তৃণমূল সরকারে আসার পরে উত্তরবঙ্গে ৩৬৭ টি প্রোজেক্ট শেষ হয়েছে বলে মন্ত্রীর দাবি। এ দিন আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁদের সভাপতি ওমপ্রকাশ অগ্রবাল রাস্তা মেরামতি, পর্যটনের উন্নতি, ভ্যাট নথিভুক্তকরণে সরলীকরণ, নিয়ন্ত্রিত বাজারের নিয়ন্ত্রণ করা-সহ একাধিক দাবি তোলেন। গৌতমবাবু প্রতিটি দাবিকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। এ দিন অনুষ্ঠানের শুরুতেই ব্যবসায়ীদের পক্ষ থেকে পাহাড় সমস্যার সামাধান সহ বিভিন্ন ইস্যুতে বর্তমান রাজ্য সরকারের চটজলদি ব্যবস্থা নেওয়ার নীতির প্রশংসা করেন। ওমপ্রকাশবাবু বলেন, “মুখ্যমন্ত্রী যেভাবে পাহাড় সমস্যার সমাধান করেছন, তা প্রশংসনীয়। তাতে পাহাড় ও পাহাড়ের উপরে নির্ভরশীল সমতলের অর্থনীতি রক্ষা পেয়েছে।” অন্য শিল্পেও একই পদ্ধতি নেওয়ায় রাজ্যের অর্থনীতি চাঙ্গা হচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি। |