টুকরো খবর
নবম চা দিবস পালিত বাগানে
রবিবার নবম আর্ন্তজাতিক চা দিবস পালিত হল ডুয়ার্সের পাটকাপাড়া চা বাগানে। এ দিন এক সেমিনার আয়োজিত হয় চা বাগানে। চা শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় সেমিনারে। চা দিবস আয়োজনকারী সংগঠনের কার্যকরী সভাপতি তথা আলিপুরদুয়ারের আরএসপির প্রাক্তন বিধায়ক নির্মল দাস বলেন, “অনুষ্ঠানে বন্ধ চা বাগান খোলা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াও তুলে ধরা হয়েছে।” এ দিনের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে সেন্টার ফর এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন সংস্থার তরফে সম্বরণ রায়, ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষ, জেতা সাংকৃত্যায়ন, আলিপুরদুয়ারের সাংসদ তথা ইউটিইউসির সভাপতি মনোহর তিরকে উপস্থিত ছিলেন। মনোহরবাবু বলেন, “ঢেকলাপাড়া, রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর-সহ বেশ কয়েকটি চা বাগান বন্ধ। বাগানগুলি খোলার দাবি তোলা হয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয় আলাদা বোর্ড গঠন, শ্রমিকদের জমি লিজে দেওয়ার দাবি উঠেছে আলোচনায়।”

মালবাজার নিয়ে বৈঠক তৃণমূলের
মালবাজারের পুরসভার বাম চেয়ারম্যান সুপ্রতীম সরকারের পদত্যাগের পর দু’দিন কাটলেও সর্বসম্মতি ক্রমে তৃণমূলের চেয়ারম্যানের নাম এখনও স্থির হয়নি। রবিবার মালবাজারের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক তথা রাজ্য যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে অবশ্য সৌরভবাবু রাজি হননি। তিনি বলেন, “বিজয়ী কাউন্সিলরদের নাম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।” কংগ্রেসের দুই কাউন্সিলর তৃণমূলেক সমর্থন করবেন বলেও তাঁর দাবি। আজ সোমবার মালবাজারের ভাইস চেয়ারম্যান আরএসপির কাউন্সিলর সঞ্জয় প্রসাদ শাকে চেয়ারম্যান হিসাবে বোর্ডের সভা ডাকার নির্দেশ দেবেন মহকুমা শাসক।

ইস্তেহারে গুরুত্ব
আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের জাতীয় ইস্তেহারে উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার। গত শনিবার বিশ্বরঞ্জনবাবু জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ই-মেল করে জাতীয় ইস্তেহারে উত্তরবঙ্গের ছ’টি জেলাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছি। উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলি কেন্দ্রের থেকে যে আর্থিক সুবিধে পায়, তা যেন উত্তরবঙ্গের ছয় জেলাকে দেওয়া হয়। তা ই-মেলে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। তাছাড়া ভারত বাংলাদেশের মধ্যে রেলপথ পুনরায় চালু করলে আলিপুরদুয়ার থেকে কলকাতা যেতে মাত্র ৭-৮ ঘণ্টা সময় লাগবে। তাও ইস্তেহারে রাখার জন্য বলা হয়েছে।

ডুয়ার্স ভূষণ সম্মান
দশম ডুয়ার্স উৎসবে ডুয়ার্স ভূষণ পুরস্কার দেওয়া হবে। গত শনিবার বিকালে আলিপুরদুয়ারে সার্কিট হাউসে এ কথা জানিয়েছেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। তিনি জানান, এ বার প্রথমবার ডুয়ার্স উৎসবে ডুয়ার্সের বিভিন্ন ক্ষেত্রের অবদানকারী ব্যক্তিকে সম্মান জানানো হবে ডুয়ার্স ভূষণের মাধ্যমে। তাছাড়া ডুয়ার্সের পর্যটনের প্রচারের জন্য বাংলা সিনেমা জগত বা সঙ্গীত জগতের কোন ব্যক্তিকে ডুয়ার্সের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারী উৎসবের প্রথম দিন একটি র্যালির আয়োজন করা হচ্ছে।

সাদ্রি ভাষার দাবি
প্রাথমিকে সাদ্রি ভাষা চালুর দাবিতে রাজ্য সরকারকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল আদিবাসী সাদ্রি অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। সংগঠনের সম্পাদক রাম মাহালি জানান, এ দিন তরাই ডুয়ার্সের প্রায় দেড়শো জন প্রতিনিধি বৈঠকে অংশ নেয়। আজ সোমবার আলিপুরদুয়ারে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাসকে জেল প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি পাঠাবে সাদ্রি সংগঠন। প্রাথমিকে সাদ্রি ভাষা চালু, সাদ্রি ভাষার আকাদেমি গঠন-সহ ভাষা সংক্রান্ত অন্য দাবি থাকবে।

বৃদ্ধ খুন
এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। আলিপুরদুয়ার থানার মাংরাপট্টি এলাকায় শনিবার রাতের ঘটনা। নিহতের নাম দেওসাই ছেত্রী (৬৩)। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তির কাছে দেওসাই কিছু টাকা পেতেন। তা চাওয়াতেই এই খুন। অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে রবিবার সন্ধ্যায় হঠাৎই এক যুবক মদ্যপ অবস্থায় থানায় এসে দাবি করেন, তিনিই দেওসাইকে খুন করেছেন। তবে তিনি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না।

জয়ন্তীতে শিবির
আগামী ২৩ ডিসেম্বর থেকে জয়ন্তীতে শুরু হচ্ছে পক্ষী পর্যবেক্ষণ শিবির। আলিপুরদুয়ার নেচার ক্লাবের উদ্যোগে ওই শিবিরে ২০ জন যোগ দেবেন। শিবির চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত জানান, পক্ষী পর্যবেক্ষণ শিবিরের পর ২৬-৩১ ডিসেম্বর পর্যন্ত জয়ন্তীতেই চলবে প্রকৃতিপাঠ শিবির। গত শনিবার সংগঠনের বার্ষিক ম্যাগাজিন ‘প্রকৃতি’ উদ্বোধন হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.