অল্পের জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার বিকেলে দার্জিলিঙের সুখিয়াপোখরির নাগরি এলাকা থেকে শিলিগুড়ি ফেরার সময়ে ‘শর্টকাট’ রাস্তা ধরে মন্ত্রীর কনভয়। মিরিকের কাছে থরবু চা বাগানের কাঁচা রাস্তায় একটা বাঁক ঘোরার সময়ে আচমকা মন্ত্রীর গাড়ির চাকা পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরে খাদের দিকে পিছলে যেতে শুরু করে গাড়ি। বাঁ দিকের দু’টি চাকা রাস্তা থেকে সরে যায়। পাশেই গভীর খাদ। একটি চাকা শূন্যে উঠে যায়। পিছনের চাকাটি পাথরে আটকে ছিল। সামনের বাঁ দিকেই বসেছিলেন গৌতমবাবু। চালক ‘হ্যান্ড-ব্রেক’ কষে গাড়িটিকে দাঁড় করিয়ে দেন। সামনের সিট থেকে প্রায় লাফিয়ে মাঝের সিটে চলে আসেন গৌতমবাবু। গাড়ির ডান দিকের দরজা খুলে পুলিশকর্মীরা গৌতমবাবুকে বের করে আনেন। |
গৌতমবাবুর সঙ্গে দার্জিলিং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মিলন দত্ত, মহিলা তৃণমূল নেত্রী সুস্মিতা সেনগুপ্ত, দু’জন নিরাপত্তা কর্মী এবং চালক সহ গাড়িতে ৬ ছিলেন। তবে কারওরই কোনও চোট আঘাত লাগেনি। দুর্ঘটনার পরে পুলিশের গাড়িতে মন্ত্রীকে মিরিক থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর একটি গাড়িতে তিনি শিলিগুড়ি রওনা হন। তবে দড়ি বেঁধে মন্ত্রীর গাড়িকে রাস্তায় টেনে তুলতে রাত হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “কোনও ক্রমে প্রাণে বেঁচে গিয়েছি। এর আগেও বেশ কয়েকবার বেঁচে ফিরেছি, তার মধ্যে দুর্ঘটনা যেমন রয়েছে, তেমনই রাজনৈতিক আক্রমণও ছিল। তাই এ দিন খুব একটা ঘাবড়ে যাইনি।” |
তৃণমূলের পাহাড়ের চা শ্রমিক সংগঠনের প্রথম কনভেনশনে যোগ দিতেই রবিবার সুখিয়াপোখরি গিয়েছিলেন মন্ত্রী। দুর্ঘটনার সময়ে মন্ত্রীর গাড়ির পিছনের গাড়িতে ছিলেন তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা। তিনি বলেন, “মন্ত্রী যে দিকে বসেছিলেন, সে দিকের চাকাই রাস্তা থেকে পিছলে যায়। দরজা খুলে মন্ত্রী নামবেন, সে উপায়ও নেই, কারণ বাঁ দিকের দরজা খুলে নামতে গেলেই খাদে পড়তে হবে। সকলে মিলে ধরে মন্ত্রীকে পিছনের ডান দিকের দরজা দিয়ে নামানো হয়। আর একটু হলেই বড় দুর্ঘটনা হতে পারত। ভাবলেই শিউরে উঠছি।” পাহাড়ের অনুষ্ঠান সেরে এ দিন সন্ধ্যায় শিলিগুড়িতে মন্ত্রীর দু’টি অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা থাকায় তিনি নিজেই শর্টকাট রাস্তা দিয়ে দ্রুত শিলিগুড়িতে পৌঁছোতে চেয়েছিলেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। সেই মতো থরবু চা বাগানের সঙ্কীর্ণ কাঁচা রাস্তা বেছে নেওয়া হয়। |