টুকরো খবর
চ্যাম্পিয়ন পুরুলিয়ার কলেজ
সম্প্রতি আয়োজিত ‘যুব সংসদ পরিচালনা’ প্রতিযোগিতায় বর্ধমান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুরুলিয়া নিস্তারিণী কলেজ। ওই কলেজের অধ্যক্ষ ইন্দ্রাণী দেব রবিবার জানিয়েছেন, কাল, মঙ্গলবার বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের কলেজকে সংবর্ধিত করা হবে। সাতটি জেলার ৭টি কলেজ ওই প্রতিযোগিতার মূল পর্বে প্রতিযোগী হিসাবে ছিল। নিস্তারিণী কলেজের পক্ষে ১৫ জনের দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অক্টোবর মাসে হুগলিতে বর্ধমান বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। ছাত্রীরা কেউ স্পিকার, কেউ বিরোধী নেত্রী, কেউ বা মন্ত্রীর ভূমিকা করেন। কলেজ সূত্রের খবর, চূড়ান্ত পর্বে প্রথমে দিল্লির ‘নির্ভয়া’র মৃত্যুর জন্য শোক প্রস্তাব পাঠ ছিল। উল্লেখ পর্বে ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পযর্টনের সম্ভাবনা নিয়ে আলোচনা। আর প্রশ্নোত্তর পবে রঘুনাথপুরে শিল্পায়নের ধীরগতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন কলেজের ছাত্রীরা। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন এই কলেজের শিল্পা তিওয়ারি।

সুবর্ণজয়ন্তী
বিষ্ণুপুরের স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।
দু’দিনের সুবর্ণজয়ন্তী উৎসব শেষ হল বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। শনিবার উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার, উৎসবের শেষ দিন সম্মানীয় অতিথি ছিলেন হুগলির গৌরহাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী অচ্যুতাত্মানন্দ। জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ঘনশ্যাম রক্ষিত বলেন, “দু’দিনের বর্ণময় অনুষ্ঠানে রানিবাঁধের ঝুমুর, রণ-পা ও ছৌ- নৃত্য পরিবেশিত হয়েছে। ছিল বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ, কলকাতার যাত্রাপালা এবং স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠানও।” উৎসবের সূচনায় বাল্যবিবাহ রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ সচেতনতা নিয়ে ব্যানার-সহ ছাত্রছাত্রীদের পথ পরিক্রমা নজর কেড়েছে।

খনিতে দুর্ঘটনা, অভিযোগ
বাঁকুড়ার মেজিয়া থানার কালিকাপুর এলাকার একটি অবৈধ খোলামুখ কয়লাখনিতে কাজ করার সময় বেশ কয়েক জন শ্রমিক চাপা পড়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। রবিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে বলে এলাকার কিছু বাসিন্দা জানিয়েছেন। বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী বলেন, “ছুটিতে বাইরে আছি। তবে খবর পেয়েছি, ওখানে এক শ্রমিক চাপা পড়েছেন। বিস্তারিত কিছু জানি না।” সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের আবার অভিযোগ, মেজিয়ার ওই খনিতে কর্মরত অবস্থায় চাপা পড়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। কিছু শ্রমিক জখমও হয়েছেন। মেজিয়ার বিডিও সোমনাথ বিশ্বাস বলেন, “এমন একটা অভিযোগ উঠছে ঠিকই। তবে, এ বিষয়ে নির্দিষ্ট কোনও খবর এখনও অবধি আমার কাছে নেই। আমি মেজিয়া থানাকে পুরো বিষয়টি দেখতে বলেছি।” এ দিকে, মেজিয়া থানার দাবি, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। জেলার পুলিশ সুপার মুকেশ কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গ্রেফতারের দাবি
মন্দিরে চুরির ঘটনার পিছনে চোরাই চক্রের মূল পান্ডাদের ধরার দাবিতে কাশীপুর থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী অপূর্বকিশোর লাল সিংহ দেও জানান, এলাকার মন্দিরগুলিতে সাম্প্রতিক অতীতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। পঞ্চকোট রাজবংশের কুলদেবীর মন্দিরে চুরির ঘটনা তার শেষ উদাহরণ। তাঁর কথায়, “এই চুরির পিছনে নিশ্চয় কোনও বড় চক্র কাজ করছে। ওই চক্রের চাঁইকে গ্রেফতার করার দাবি করছি আমরা।” রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, আমরা তা খতিয়ে দেখছি।”

সংগঠন বদল
কংগ্রেসে যোগ দিল ভোজুডি কোল ওয়াশারির একটি নির্দল শ্রমিক সংগঠনের সদস্যেরা। স্থানীয় কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি জানিয়েছেন, শনিবার একটি অনুষ্ঠানে ওই ওয়ার্কশপে যে নির্দল কর্মী সংগঠন ছিল, তাদের দুই শতাধিক সদস্য যোগ দিয়েছেন আইএনটিইউসি-তে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ও সহ-সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো।

সংহতি দৌড়
সর্দার বল্লভভাই পটেলের প্রয়াণ দিবস উপলক্ষে ‘সংহতি দৌড়ে’ যোগ দিলেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের কিছু মানুষ। রবিবার পুরুলিয়া শহরের গোশালা মোড় থেকে মানভূম ক্রীড়া সংস্থার মাঠ অবধি এই দৌড়ের আয়োজন করেছিল একটি সংগঠনের পুরুলিয়া শাখা। সংগঠনের পক্ষে চন্দন মুখোপাধ্যায় জানান, এই কর্মসূচি দেশ জুড়েই পালিত হয়েছে।

আচমকা পুড়ে ছাই বাস
—নিজস্ব চিত্র।
আচমকা পুড়ে ছাই হয়ে গেল একটি বেসরকারি বাস। শনিবার দুপুরে কাশীপুরের ঘটনা। ওই দিন স্থানীয় রুটে চলা একটি যাত্রিবাহী বাস পঞ্চায়েত অফিসের কাছে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। বাসে কোনও যাত্রী ছিলেন না। স্থানীয় বাসিন্দা রঘুনাথ পরামাণিক বলেন, “বাজারের কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি, বাসটা দাউদাউ করে জ্বলতে শুরু করেছে।” পুলিশ জানিয়েছে, বাসে কাজ হচ্ছিল। কোনও ভাবে আগুন ধরে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে।

উচ্ছেদের দাবি
অবৈধ মদের ঠেক উচ্ছেদের দাবিতে রবিবার কোটশিলার ডমরুঘুটু গ্রামে মিছিল করলেন কংসাবতী নারী মযার্দা মহাসঙ্ঘের সদস্যরা। এলাকায় অবৈধ মদের ঠেক বাড়ায় মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তাঁদের অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.