এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের পূর্ব সূর্যপুরে। ধৃতের নাম জয় রায়। এ দিন ব্যারাকপুরে নিজের বাড়িতে বৈশাখী পাল (১৬) নামে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, জয় ব্যারাকপুরের মাতারাঙ্গিতে একটি বাড়িতে ভাড়া থাকেন। আদতে তাঁর বাড়ি বাংলাদেশে। সম্প্রতি জয়ের সঙ্গে বৈশাখীর সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশীদের থেকে পুলিশ জেনেছে, শুক্রবার ওই কিশোরীর বাড়ির লোকেরা হুগলিতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল বৈশাখী। বিকেলে তার এক আত্মীয় গিয়ে দেখেন, গ্রিলে তালা ঝুলছে। দরজা ভেজানো। ডেকেও সাড়া না পেয়ে তিনি জানলা ঠেলে বৈশাখীর ঝুলন্ত দেহ দেখতে পান। এর কিছুক্ষণ পরে জয় বৈশাখীদের বাড়িতে হাজির হয়ে দেহটি নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। বৈশাখীর পরিবারের অভিযোগ, জয়ের সঙ্গে বাদানুবাদের জেরেই আত্মহত্যা করেছে ওই কিশোরী। শনিবার অভিযুক্তের শাস্তির দাবিতে ক্ষিপ্ত জনতা তাঁর বাড়ি ঘিরে ফেলে। ওই রাতেই জয়কে গ্রেফতার করা হয়। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান দেবাশিস বেজ বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট এলে পুরো ঘটনাটি পরিষ্কার হবে।”
|
কাজ সেরে বাড়ি ফেরে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। রবিবার রাত সওয়া ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া গলতলার কাছে টাকি রোডে। পুলিশ জানায়, বেড়াচাঁপা করাত কল থেকে কাজ সেরে একটি সাইকেলে চেপেই বাড়ি ফিরছিলেন মারুখ বিল্লা (২৫) ও আবুল মণ্ডল (২৪)। উল্টো দিক থেকে দু’টি ছোট যাত্রিবাহী গাড়ি রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে তাঁদের সাইকেলে। ঘটনাস্থলেই মারা যান গোপালপুরের গোপমহলের বাসন্দা মারুখ। ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান ধান্যকুড়িয়ারই বাসিন্দা তাঁর সঙ্গী আবুল। ঘটনার পরে পালিয়েছে গাড়ির চালক। রাস্তা খারাপ, এই অভিযোগে কিছু ক্ষণের জন্য টাকি রোড অবরোধ করেন স্থানীয় মানুষ। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দেহ দু’টি পাঠানো হয়েছে ময়না-তদন্তে।
|
প্রভাতফেরি, ক্রীড়া প্রতিযোগিতা, নাচ, গান-সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রতি ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ পালিত হল হাসনাবাদের বরুণহাটে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বরুণহাট সেতুর নিচে আয়োজিত ওই অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রী এবং বহু প্রতিবন্ধী কিশোর-কিশোরী সামিল হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বিশিষ্টজনদের উপস্থিতিতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণের পরে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মালা দেওয়া হয়। প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য ছিল নানা প্রতিযোগিতা। স্বরূপনগর ও দেগঙ্গার বেড়াচাঁপাতেও প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে পদযাত্রা করা হয়।
|
আয়লা দুর্গত সুন্দরবনের পারঘুমটি, যোগেশগঞ্জ এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও সোলার লাইট বিতরণ করা হল। দু’টি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শনিবার ও রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গতদের হাতে ওই সব সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য নিতাইপদ রায়, শ্যামল বিশ্বাস, অরুণ দত্ত প্রমুখ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ভয়াবহ আয়লার পর এখনও সুন্দরবনের অনেক প্রত্যন্ত গ্রামে ঠিকমত চাষাবাদ হয়না। কাজ না থাকায় সেখানকার মানুষের অবস্থা বেশ খারাপ। তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ।
|
সারারাতব্যাপী বাউল গানের আসর হয়ে গেল কুলপিতে। কুলপি পঞ্চায়েত সমিতি ও কেওড়াতলা পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। উপস্থিত ছিলেন বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদ্যুত্ হালদার প্রমুখ। বাউল গান পরিবেশন করেন বোলপুর শান্তিনিকেতনের কৃষ্ণদাস বৈরাগ্য ও সম্প্রদায়।
|
বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পশ্চিম গাববেড়িয়া গ্রাম থেকে গোপাল মাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রিভলভার ও একটি পাইপ গান, ১৫ রাউন্ড গুলি এবং ৫০ কেজি বোমার মশলা। |