জমি নিয়ে বিবাদের জেরে এক প্রৌঢ়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তারই আত্মীয়দের পরিবারের বিরুদ্ধে। শনিবার রাতে বাসন্তীর খিরিশখালি এলাকার ঘটনা। ইয়ুদ আলি পুরকাইত (৬০) নামে ওই প্রৌঢ় খিরিশখালিরই বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পূর্ব কঙ্কর প্রসাদ বারুই বলেন, “জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই খুন।
মৃতের ছেলে সামসুদ্দিন পুরকাইতের অভিযোগের ভিত্তিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর করে খুনের তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে ইয়ুদ আলি খাঁর পরিবারের সঙ্গে তাঁদের আবদুল মনসুর খানের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত থেকে ওই জমিতে চাষের অনুমতি পায় ইয়াদ আলি। এ দিন রাতে নমাজ পড়ে সাইকেলে বাড়ি ফেরার সময়ে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে।
মৃতের ছেলে শামসুদ্দিন পুরকাইত বলেন, “আমাদের একটি জমি নিয়ে আবুল মনসুর খাঁর পরিবার জোর করে দখল নিতে চায়। তাই নিয়ে মামলাও হয়। তাতে আমরা জিতি। তারপরেও ওরা ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করেছিল। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিয়ে আমরা ধান কাটতে পারি। ওরা কোনও ভাবেই আমাদের জব্দ করতে পারছিল না। তাই আমার বাবাকে খুন করল।” পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। |