সুন্দরবনে শুরু হল আট দলের নকআউট ফুটবল ম্যাচ।
স্বস্তিকা সঙ্ঘের উদ্যোগে শনিবার ক্যানিং ১ পঞ্চায়েত সমিতি ও মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আট দলের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত সুব্রত ভট্টাচার্য। ক্যানিংয়ের ডেভিড সেসুন হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতার উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, ভারতের মহিলা ফুটবল দলের কোচ রত্না নন্দী, জেলার সহ-সভাপতি শৈবাল লাহিড়ী ও পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ দাস প্রমুখ। |
এ দিন সুব্রতবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। সুন্দরবন কাপও এরকমই একটি প্রতিযোগিতা। সুন্দরবনের প্রতিভাবান ফুটবলারদের কলকাতায় নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ক্যানিংয়ে একটি ফুটবল কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা যায় কি না দেখছি।” আয়োজক সংস্থা জানিয়েছে, প্রতি শনি ও রবিবার আট দলের নকআউট ফুটবল প্রতিযোগিতার খেলাগুলি হবে। এ দিনের খেলায় অংশ নেয় ক্যানিংয়ের সাতমুখো প্রিয়া সঙ্ঘ ও ক্যানিংয়ের গৌরী একাদশ। গৌরী একাদশকে ৪-০ গোলে হারিয়ে জেতে প্রিয়া সঙ্ঘ।
ফুটবল প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা তথা ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ দাস বলেন, “আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় বিভিন্ন ক্লাবকে সংগঠিত করে ফুটবলের মান বাড়ানোর চেষ্টা করছি।” এ দিন খেলার মাঠ থেকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল তাঁর বিধায়ক তহবিলের টাকায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকার একটি শববাহী গাড়ি ক্যানিং থানার হাতে তুলে দেন। |