|
|
|
|
পূর্বে পুলিশে ব্যাপক রদবদল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ থানার ওসি এবং সাব-ইন্সপেক্টর পর্যায়ে আধিকারিকদের রদবদল করা হল। রবিবার জেলা পুলিশের তরফে বদলি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জেলার মোট ২১টি থানার মধ্যে ১৪টি থানায় আধিকারিক পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন অবশ্য বলেন, “এটা রুটিন বদলি। লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। একই মহকুমায় তিন বছরের বেশি যাঁরা ছিলেন, সেই সব ওসিদের বদলি করা হয়েছে।”
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন থানায় কর্মরত ওসি পর্যায়ের আধিকারিকরা একই মহকুমার একই বা বিভিন্ন থানায় একটানা তিন বছরের বেশি দায়িত্বে থাকলে তাঁদের বদলি করতে হবে। নির্বাচনের সময় এই নির্দেশিকা কার্যকর হয়। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতির প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে জেলায়। সেই সূত্রেই এই রদবদল।
তমলুক থানার ওসি অরুণ খান ট্রেনিংয়ে গিয়েছেন। তাঁর দায়িত্বে থাকা তমলুক থানার ভারপ্রাপ্ত ওসি স্বপনকুমার চাপড়িকে মারিশদা থানার ওসি করা হয়েছে। মারিশদার ওসি শীর্ষেন্দু দাসকে পাঠানো হয়েছে সুতাহাটা থানায়। কোলাঘাট থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যাকে মহিষাদল থানার ওসি করা হয়েছে। মহিষাদলের ওসি জলেশ্বর তেওয়ারিকে কোলাঘাটে, ময়না থানার ওসি রাজা মুখোপাধ্যায়কে ভবানীপুর থানায়, ভবানীপুরের ওসি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিঘা থানায় বদলি করা হয়েছে। ভগবানপুর থানার ওসি আশিস বেরাকে ময়না থানার ওসি করা হয়েছে। ভগবানপুর থানার এসআই শম্ভুনাথ রুইদাস ওই থানার ওসি হয়েছেন। দিঘা থানার ওসি অজিতকুমার ঝা হয়েছেন তমলুক থানার সাব-ইন্সপেক্টর। চণ্ডীপুর থানার ওসি মদনমোহন রায় এগরা থানায় বদলি হয়েছেন। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায়কে কাঁথি থানার সাব-ইন্সপেক্টর করা হয়েছে। চণ্ডীপুর থানার ওসি হয়েছেন সুতাহাটার সাব-ইন্সপেক্টর কল্যাণকুমার ঘোষ।
নন্দকুমার থানার ওসি অমিয় ঘোষ খেজুরি থানায় বদলি হয়েছেন। কোলাঘাট বিট হাউস থানার ওসি কাশীনাথ চৌধুরীকে নন্দীগ্রাম থানার ওসি করা হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি অজয় মিশ্রকে বদলি করে নন্দকুমার থানার ওসি করা হয়েছে। পটাশপুর থানার ওসি শুধাংশু লায়েক’কে রামনগর থানার ওসি করা হয়েছে। সুতাহাটার ওসি স্বপন গোস্বামীকে পটাশপুরের ওসি করা হয়েছে। তমলুক থানার সাব-ইন্সপেক্টর মনোজকুমার ঝা-কে কোলাঘাট বিটহাউস থানার ওসি করা হয়েছে। খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধানকে ‘ক্লোজ’ করা হয়েছিল। এ বার তাঁকে তমলুক থানার সাব-ইন্সপেক্টর করা হয়েছে। |
|
|
|
|
|