|
|
|
|
শ্রমিকদের সুরক্ষা চেয়ে পথে সিটু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১০ হাজার টাকা করা, শ্রমিককে সামাজিক সুরক্ষা দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ-সহ ১০ দফা দাবিতে রবিবার মেদিনীপুরে মিছিল করে সিটু। নেতৃত্বে ছিলেন সিটু নেতা তথা সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। এ দিন মেদিনীপুরের বিদ্যাসাগর হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলে জেলার বিভিন্ন এলাকর সিটু কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিল থেকে সারদা কাণ্ডে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়। সিটু নেতা তথা সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “সারদায় টাকা রেখে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুণাল ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়দের নাম বলেছেন। কী ভাবছে সরকার? আর কতদিন লুঠ চলবে?” |
মেদিনীপুর শহরে সিটুর মিছিল।—নিজস্ব চিত্র। |
প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজনপোষণ হচ্ছে বলেও অভিযোগ করেন দীপকবাবু। তাঁর কথায়, “পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১.০৭ শতাংশকে পাশ করানোর উদ্দেশ্য কী বুঝতে পারছি না। যাঁরা পাশ করেছেন, তাঁদের অনেকেই আবার তৃণমূল-ঘনিষ্ঠ।” ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের এই আন্দোলনে যে সিপিএমের সমর্থন থাকবে, এদিন তাও বুঝিয়ে দেন দীপকবাবু। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, “মূল্যবৃদ্ধি রোধে সরকার ব্যবস্থাই নিচ্ছে না। ফলে, সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।” |
|
|
|
|
|