টুকরো খবর
নতুন আশাকর্মী নিয়োগ সদরে
নতুন করে ২৮৬ জন আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে মেদিনীপুর (সদর) মহকুমায়। ইতিমধ্যে ইন্টারভিউও হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গত মঙ্গলবার থেকে শুক্রবার-চারদিন ধরে এই ইন্টারভিউ হয়। সদর মহকুমার অন্তর্গত ৬টি ব্লকে মোট ২৮৬ জন আশা কর্মী নিয়োগ হবে। এ জন্য ইন্টারভিউ দিয়েছেন ৩৫৩ জন। সফল প্রার্থীদের শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে। গ্রামীণ স্বাস্থ্য-পরিকাঠামোয় আশা কর্মীদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম মেদিনীপুরে প্রায় ৩ হাজার ৭০০ জন আশা কর্মী রয়েছেন। রাজ্যে রয়েছেন প্রায় ৪১ হাজার জন। পরিস্থিতি দেখে আশা কর্মীদের সিম কার্ড দেওয়া শুরু হয়েছে। সিম কার্ড দেওয়ার উদ্যোগ দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম। প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের লক্ষ্যে আশা কর্মীদের মোবাইল সংযোগের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরফলে, গ্রামে কোনও সমস্যা হলে আশা কর্মীদের মারফত দ্রুত তা ব্লক মেডিক্যাল অফিসারের কাছে পৌঁছে দেওয়া যাবে। জানা গিয়েছে, নতুন করে যে ২৮৬ জন আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে মেদিনীপুর (সদর) মহকুমায়, তার মধ্যে গড়বেতা-১ এ ১০৩ জন, গড়বেতা-২ এ ৪৪ জন, গড়বেতা-৩ এ ৫ জন, শালবনিতে ৪০ জন, কেশপুরে ৩৭ জন আর মেদিনীপুরে (সদর) ব্লকে ৫৭ জন। অন্যদিকে, এ জন্য যে ৩৫৩ জন ইন্টারভিউ দিয়েছেন, তারমধ্যে গড়বেতা-১ ব্লকে ১২০ জন, গড়বেতা- ২ ব্লকে ৭৯ জন, গড়বেতা-৩ ব্লকে ৬ জন, শালবনিতে ৪১ জন, কেশপুরে ৩৯ জন আর মেদিনীপুরে (সদর) ব্লকে ৬৮ জন। রাজ্য থেকে অনুমোদন মিললে সফল প্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে।

মহিলার পচাগলা দেহ উদ্ধার ডেবরায়
বাড়ির ভিতর থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ডেবরা থানা এলাকার বরাগড় গ্রামে। রবিবার দুপুরে ওই মহিলার দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতা অরুণা বেরার (৪৫) বাড়ি ওই থানা এলাকার খানামোহনের ভিতগেড়িয়া গ্রামে। দীর্ঘ দিন ধরে তিনি এই এলাকায় একটি বাড়ি দেখভালের কাজ করতেন বলে জানা গিয়েছে। এ দিন সন্ধ্যায় অরুণাদেবীর ভাই লালমোহন প্রধান ডেবরা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর পনেরো আগে বিবাহ বিচ্ছিন্না অরুণাদেবী ডেবরা এলাকায় চলে আসেন। তখন থেকেই এলাকার পশু চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষের ডেবরার বরাগড়ের বাড়িতে রান্নার কাজ করতেন তিনি। বছর খানেক আগে অবসরের পর রবীন্দ্রনাথবাবু হুগলিতে, নিজের বাড়িতে চলে গেলে অরুণাদেবীই ওই বাড়ি দেখভালের কাজ করতেন। শনিবার ওই বাড়ি সংলগ্ন এলাকা থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। রবিবার পুলিশ এসে রান্নাঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করে। তখন রান্নাঘরের বাঁশের দরজা খোলা ছিল। অরুণাদেবীর ছেলে দীনেশ বেরা বলেন, “রবীন্দ্রনাথবাবুর বাড়িতে মা থাকতেন। মা-র পাশেই নিজের জমি ছিল। কিছু দিন আগে ওই জমির গাছ বিক্রি করে কয়েক হাজার টাকা পেয়েছিলেন। আমার ধারনা ওই বাড়ির দখল নিতে বা মায়ের টাকা নিতে কেউ মাকে মেরে রেখে গিয়েছে।”

বিরোধী দলনেতা সৌমেন খান
মেদিনীপুর পুরসভার বিরোধী দলনেতা হিসেবে কাউন্সিলর সৌমেন খানের নাম প্রস্তাব করবে কংগ্রেস। রবিবার দলের এক সভায় এই সিদ্ধান্ত হয়। আর কংগ্রেসের দলনেতা হিসেবে কৌস্তভ বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে। এদিন শহরে কংগ্রেসের এক সভা হয়। মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি পেয়েছে তৃণমূল। ৬টি পেয়েছে কংগ্রেস। ৫টি পেয়েছে বামজোট। এবং বাকি একটি ওয়ার্ড নির্দলের দখলে রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিরোধী দলনেতা হিসেবে সৌমেন খানের নাম প্রস্তাব করা হবে। সৌমেনবাবু কংগ্রেসের শহর সভাপতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.