|
|
|
|
তৃণমূল কর্মীকে মারধর, ধৃত দুই সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • বেলিয়াবেড়া |
এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে দুই সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ।
শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার কানপুর গ্রাম থেকে নোটন মল্লিক ও পীযূষ মল্লিক নামে ওই দুই সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।
সিপিএমের গোপীবল্লভপুর-২ জোনাল কমিটির সদস্য বছর ষাটের নোটনবাবু স্থানীয় কানপুর-তালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক। নোটনবাবুর ভাইপো পীযূষবাবু সিপিএমের তপসিয়া লোকাল কমিটির সদস্য। গত ১০ ডিসেম্বর কানপুর গ্রামে সিপিএম-তৃণমূল অশান্তি হয়। তৃণমূলের অভিযোগ, তাদের সমর্থক মলয় বেরাকে মারধর করেছে সিপিএমের লোকেরা। নোটনবাবুর নেতৃত্বে ওই হামলা হয় বলে অভিযোগ। ১২ ডিসেম্বর নোটনবাবু ও পীযূষবাবু-সহ ৪ সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে বেলিয়াবেড়া থানায় অভিযোগ দায়ের করেন মলয়বাবুর কাকা জয়দেব বেরা।
সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, ১০ ডিসেম্বর কানপুর গ্রামের বাসিন্দা সিপিএম সমর্থক শত্রুঘ্ন নায়েককে মারধর করে তৃণমূলের লোকজন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের ফতোয়ায় কিছু দিন ধরে শত্রুঘ্নবাবুর পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা হচ্ছিল। অভিযোগ, সমস্যা মেটাতে শত্রুঘ্নবাবুকে সালিশি সভায় ডেকেছিলেন তৃণমূলের স্থানীয় লোকজন। সেখানে শত্রুঘ্নবাবু যাননি বলেই তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ডহরেশ্বরবাবু বলেন, “শত্রুঘ্নবাবুর অভিযোগ পুলিশ নেয়নি। উল্টে মলয় বেরাকে মারধরের ঘটনায় শত্রুঘ্ন নায়েকর নাম অভিযুক্ত হিসেবে দিয়ে দেওয়া হয়েছে।” ডহরেশ্বরবাবুর মতে, “লোকসভা ভোটের আগে রাজনৈতিক আক্রোশেই আমাদের নেতা-কর্মীদের ধরপাকড় করা শুরু হয়েছে।”
অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের বেলিয়াবেড়া ব্লক সভাপতি স্বপন পাত্র বলেন, “নোটনবাবুরা ফের এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছিলেন। নিজেদের দুষ্কর্ম আড়াল করার জন্যই ওরা আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”
পুলিশ জানিয়েছে, তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। |
|
|
|
|
|