|
|
|
|
শিক্ষা-স্বাস্থ্য-ত্রাণে নিরলস রামকৃষ্ণ মিশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিশু বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রায় তিন লক্ষ ২৯ হাজার ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য রামকৃষ্ণ মিশন এক বছরে (২০১২-’১৩) ২৫১ কোটি ৮৮ লক্ষ টাকা খরচ করেছে। রবিবার বেলুড় মঠ সাংস্কৃতিক সভাগৃহে রামকৃষ্ণ মিশনের ১০৪তম বার্ষিক সাধারণ সভার পরে এক বিবৃতিতে এ কথা জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ।
চিকিৎসা খাতেও বিপুল ব্যয় করেছে রামকৃষ্ণ মিশন। বিবৃতি বলছে, মিশনের ১৫টি হাসপাতাল, ১২৫টি ডিসপেন্সারি, ৬০টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, ৯৫৩টি চিকিৎসা শিবিরে ৮০ লক্ষ ২০ হাজার রোগীর চিকিৎসা করা হয়েছে। তাতে খরচ হয়েছে ১৪৬ কোটি ৩৭ লক্ষ টাকা। গ্রামীণ ও উপজাতি উন্নয়ন কর্মসূচিতে মিশনের ব্যয় হয়েছে ৪১ কোটি ২৬ লক্ষ টাকা।
উত্তরাখণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়েও ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি নিয়েছিল মিশন। তাতে ৪১৫টি গ্রামের এক লক্ষ পরিবারের চার লক্ষ ৯৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন। এই কাজে খরচ হয়েছে দু’কোটি ২৬ লক্ষ টাকা।
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালনের কর্মসূচি শুরু হয়েছে ২০১০ সালে। গত জুন পর্যন্ত কেন্দ্রের অর্থসাহায্যে বিভিন্ন সেবা প্রকল্প রূপায়ণে ৫১ কোটি ৭৭ লক্ষ টাকা খরচ করা হয়েছে। প্রায় চার বছর ধরে ধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনাসভা হয়েছে রাজ্য স্তরে। বিভিন্ন ভাষায় স্বামীজির জীবন ও বাণী প্রকাশ, স্বামীজির শিক্ষাদৃষ্টি ও ব্যক্তিত্বের বিকাশ নামে দু’টি অডিও-ভিডিও সিডি প্রকাশ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তিতে তাঁর জীবন ও বাণী-নির্ভর তথ্যচিত্র ‘আ পোয়েট, আ ম্যান, আ মঙ্ক’-ও সমাপ্তির পথে।
শিশুদের সার্বিক উন্নয়নে গদাধর অভ্যুদয়, জননী ও শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে বিবেকানন্দ স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের আত্মনির্ভরতায় সারদা পল্লি বিকাশ, দারিদ্র দূরীকরণে স্বামী অখণ্ডানন্দ সেবা প্রকল্প এবং যুবকদের জন্য বিশেষ কয়েকটি কর্মসূচিও নেওয়া হয়েছে চার বছরে। মিশন সূত্রে জানানো হয়, ছত্তীসগঢ়ের নারায়ণপুর কেন্দ্রে উপজাতি সেবাকাজের জন্য ২০১২ সালে মিশনকে চিকিৎসক বনোয়ার সিংহ পোর্তে স্মারক সম্মান দিয়েছে ওই রাজ্যের সরকার। |
|
|
|
|
|