টুকরো খবর |
জেলরক্ষী ধৃত
নিজস্ব সংবাদদাতা |
|
জামার ভিতরে ১০ হাজার টাকা নিয়ে ঢুকতে গিয়ে প্রধান রক্ষীর হাতে ধরা পড়ে গেলেন অন্য এক জেলরক্ষী। শনিবার ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে। রামকৃষ্ণ জানা নামের ওই জেলরক্ষীকে শো-কজ করেছেন জেল কর্তৃপক্ষ। দফতরের কর্তাদের কাছে বিষয়টি সবিস্তার জানতে চেয়েছেন কারামন্ত্রী হায়দার আজিজ সফি। জেল দফতরের কর্তাদের অবশ্য দাবি, ওই রক্ষীর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। ভুল করে টাকা নিয়ে তিনি ঢুকে পড়েছিলেন। এক কর্তা বলেন, “প্রাথমিক ভাবে অসৎ উদ্দেশ্য নেই বলে মনে হচ্ছে। তবে কোনও বন্দিকে ওই টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল কি না, তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।” |
শহরে দুই দুর্ঘটনা |
|
ছুটির দিনে শহরের দুই প্রান্তে দুর্ঘটনা। তবে কোনওটিতেই কেউ হতাহত হননি। পুলিশ জানায়, রবিবার দুপুরে জওহরলাল নেহরু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের দেওয়ালে ধাক্কা মারে বাস। বিকেলে আনন্দপুর-চৌবাগার কাছে একটি গাড়ি খালে পড়ে যায়। পুলিশ সূত্রের খবর, সিএসটিসি-এর বাসটি ময়দান মেট্রো স্টেশনের কাছে প্রথমে একটি গাছে, পরে রেলিং ভেঙে স্টেশনের দেওয়ালে ধাক্কা মারে। বাসের কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্টেশনের দেওয়ালও। বাসের জনা পঁচিশেক যাত্রীকে জরুরি দরজা দিয়ে বার করা হয়। বাস-সহ চালক আটক হন। পুলিশের অনুমান, ব্রেক ফেলের জেরেই দুর্ঘটনা। বিকেলে আনন্দপুর-চৌবাগার কাছে একটি গাড়ি খালে পড়ে যায়। গাড়িতে শুধু চালক ছিলেন। পুলিশ ক্রেন নিয়ে গিয়ে গাড়িটি উদ্ধার করে। |
পাইপ ফেটে জলমগ্ন এলাকা |
|
জল থইথই বইমেলা চত্বর। রবিবার, বেহালায়। ছবি: অরুণ লোধ। |
ঠাকুরপুকুরে পুরসভার জলের পাইপ ফেটে রবিবার সকালে ভাসল ডায়মন্ড হারবার রোডের একাংশ। এতে ঠাকুরপুকুরের কিছু এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটে। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের কর্তারা জানান, মেট্রোর কাজের জন্য পাইপ সরাতে গিয়েই ওই কাণ্ড। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের সামনে ডায়মন্ড হারবার রোডে জলের পাইপ সরানো চলছিল। মাটি খুঁড়তে গিয়ে আচমকাই পাইপ ফেটে জলমগ্ন হয় আশপাশ এবং বেহালা বইমেলা চত্বর। পাম্প বসিয়ে জমা জল সরানোর পাশাপাশি পাইপলাইনের সরবরাহ বন্ধ করে কাজ শুরু হয়। পুরকর্তাদের দাবি, বিকেলের আগেই পাইপ সারানো হয়েছে। সরানো হয়েছে জমা জলও। |
আইনজীবী ধৃত |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে জোর করে গর্ভপাত করানোর অভিযোগে এক আইনজীবী গ্রেফতার হয়েছেন। শনিবার, পার্ক স্ট্রিট থেকে। ধৃতের নাম ইউসুফ আগা। পুলিশ জানায়, নিউ মার্কেট এলাকার বাসিন্দা এক মহিলা আইনজীবীর সঙ্গে ইউসুফের ঘনিষ্ঠতা ছিল। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ তাঁর সঙ্গে সহবাস করেন এবং কয়েক মাস আগে গর্ভপাত করাতে বাধ্য করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ লক্ষাধিক টাকা নেন বলেও অভিযোগ। ধৃতকে রবিবার আদালত ২১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছে। |
মেলেনি খোঁজ |
লঞ্চ থেকে নামতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া ছাত্র শুভজিতের খোঁজ মিলল না রবিবারও। এ দিনও ডুবুরি নামিয়ে দিনভর তাঁর খোঁজ চলে। উল্লেখ্য, শনিবার বাগবাজার ঘাটে নামতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান যোগেশচন্দ্র ল’কলেজের চতুর্থ বর্ষের ছাত্র শুভজিৎ। এ দিনই সকালে উত্তর বন্দর থানার ধোনিয়া ঘাটে একটি দেহ ভেসে ওঠার খবর পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহটি শুভজিতের কি না শনাক্ত করতে খবর দেওয়া হয় তাঁর পরিবারে। পরে অবশ্য জানা যায়,
দেহটি শুভজিতের নয়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। |
পুরনো খবর: লঞ্চ থেকে পড়ে তলিয়ে গেলেন যুবক |
মূক-বধিরের শ্লীলতাহানি
|
বিকেলে এক মহিলা-সহ চার জনকে হন্তদন্ত হয়ে লালবাজারে ঢুকতে দেখে চমকে যান পুলিশকর্মীরা। আকার-ইঙ্গিত দেখে তাঁরা বুঝতে পারেন, ওঁরা মূক ও বধির। রাজাবাজারে মূক-বধির স্কুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। ওই স্কুলের লোকজনের সাহায্যেই পুলিশ জানতে পারে, ওই দলের এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে। তাঁর বাড়ি ভদ্রেশ্বরে। রবিবার স্বামী ও অন্যদের সঙ্গে নন্দন-চত্বরে এসেছিলেন। সেখানে সুদীপ নামে এক মূক-বধির ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় মারধর করা হয় মহিলার স্বামীকেও। ঘটনাস্থল হেস্টিংস থানার অধীনে। আজ, সোমবার ব্যাঙ্কশাল আদালতের মাধ্যমে মামলাটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে। |
ফের রেশন দোকানে মন্ত্রী
|
পুলিশ নিয়ে রবিবার নারকেলডাঙার একটি রেশন দোকানে হাজির হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশ জানায়, সেখানে বস্তাভর্তি খড় ও ভুষি পাওয়া যায়। মন্ত্রী দিন সাতেক আগেও ওই দোকানে গিয়েছিলেন। তখন সেখানে প্রচুর পুরনো খাদ্যপণ্য পাওয়া গিয়েছিল। সাসপেনশন অর্ডার জারি করে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। দোকান-মালিক হাইকোর্টে গিয়ে ওই নির্দেশ খারিজ করিয়ে আনেন। মন্ত্রী এ দিন ফের সেখানে যাওয়ার পরে দোকানের মালিক সন্তুকুমার দে নামে পালিয়ে যান। |
অস্বাভাবিক মৃত্যু
|
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে, মুচিপাড়া থানার সূর্য সেন স্ট্রিটে। মৃতের নাম শান্তনু দাস (৪০)। বাড়ি বাঁকুড়ায়। পুলিশ জানায়, সূর্য সেন স্ট্রিটে একটি হোটেলের সামনে ফুটপাথে শান্তনুর দেহটি পড়ে ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গত ২০ বছর ধরে ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছেন। শনিবার চিকিৎসার জন্য এসে তিনি ওই হোটেলে উঠেছিলেন। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
|