তিনটি পৃথক দুর্ঘটনায় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার প্রথম দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার বাহাদুরপুরের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবক আয়ুব হোসেনের (২৭) বাড়ি নলহাটিরই পাহাড়ি গ্রামে। ঘটনার সময় পেশায় পাথর শ্রমিক বাহাদপুর নলহাটি-বাহাদুরপুর রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে চলে যায়। হাসপাতালে নিয়ে আসার পথেই গুরুতর জখম ওই যুবকের মৃত্যু হয়। রবিবার সকালে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কে একটি দুর্ঘটনায় এক ট্রাক চালকের কাছে মৃত্যু হয়। সাঁইথিয়া থানার অমুয়া গ্রামের কাছে ঘটা ওই দুর্ঘটনায় মৃতের নাম বুদ্ধদেব রায় (৩০)।
বাড়ি সাঁইথিয়ার দু’ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে গাড়ির কাজে ওই ট্রাক চালক অমুয়া যান। সেখানে রাস্তা পারাপারের সময় বহরমপুরগামী একটি পাথর বোঝাই ডাম্পার বুদ্ধদেববাবুকে ধাক্কা মেরে চাকায় টেনে নিয়ে বেশ কিছু দূর পর্যন্ত নিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকার শুনতে পেয়ে ডাম্পার চালক গাড়ি থামান। সঙ্কটজনক অবস্থায় বুদ্ধদেববাবুকে প্রথমে সাঁইথিয়া পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। এ দিন বিকেলেই আবার মদ্যপ অবস্থায় মোটর বাইক চালাতে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে। সাঁইথিয়ার গরুরহাট সংলগ্ন লেক পাড়ার কাছে সাঁইথিয়া-মল্লারপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। আহত হয়েছেন বাইকের আরও দুই আরোহী। তাঁদের মধ্যে এক জনের পরিচয় জানা গিয়েছে। তিনি ময়ূরেশ্বর থানার গোলেরা গ্রামের পরমেশ্বর বাগদি। পুলিশ জানিয়েছে, গদাধরপুর থেকে সাঁইথিয়ার দিকে আসার পথে একটি বাঁকে বাইকটি রাস্তা থেকে জমিতে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। |