এক দেড় মাসের মধ্যেই প্রতিটি পঞ্চায়েত ও ব্লক অফিসে বিপিএল তালিকা প্রকাশ করা হবে। এমনটাই জানালেন রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার খয়রাশোলে ‘অন্ত্যোদয়’ প্রকল্পে প্রাপকদের হাতে বিশেষ রেশন কার্ড তুলে দেওয়ার একটি অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
এ দিন তিনি বলেন, “এলাকাবাসীর সমস্ত মানুষ জানতে পারেন, কাঁদের নাম ওই তালিকায় রয়েছে। প্রকৃত গরিব নন, এমন কারও নাম তাতে যদি ধরা পড়ে তা হলে এলাকার মানুষ অভিযোগ জানাতে পারবেন। ওই নাম তদন্ত করে বাদ দেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত কোনও গরিব মানুষের নাম যদি কোনও ভাবে নাম বাদ গিয়ে থাকে, বাসিন্দারা জানালে তা-ও অন্তর্ভুক্ত করার জন্য খতিয়ে দেখা হবে।” এ ভাবে প্রথম তালিকা প্রকাশিত হওয়ার এক মাস পরে ফের একটি সংশোধিত বিপিএল তালিকা বের করা হবে। মন্ত্রী জানান, আরও এক মাস অপেক্ষার পরে প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।
সম্প্রতি বীরভূমের দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, মহম্মদবাজার, মুরারই ১, নলহাটি ১ এবং রামপুরহাট এই ৭টি ব্লকের আদিবাসী মানুষের হাতে একটি বিশেষ রেশন কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত মাসে এই জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সেই কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, “বীরভূমে মোট ১,৩১,২৮৪ জনকে চিহ্নিত করে ‘অন্ত্যোদয়’ প্রকল্পের আওতায় রেশন কার্ড তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সবাই কার্ড পেয়ে যাবেন। বিপিএল কার্ড দেওয়া সম্ভব না হওয়াতেই এই ব্যবস্থা।” অনুষ্ঠানে মন্ত্রী খয়রাশোল ব্লকে ২,৫৯৯ জন অদিবাসী মানুষকে ওই কার্ড তুলে দেওয়ার শুভ সূচনা করেন। তিনি জানিয়েছেন, ওই কার্ডের প্রাপকেরা প্রতি সপ্তাহে ২ টাকা কিলো দরে ২ কিলো চাল এবং ৫ টাকায় ৭৫০ গ্রাম প্যাকেট আটা পাবেন। অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী ছাড়াও স্থানীয় কমিউনিটি হলে হওয়া ওই কার্ড বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, এআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, ডিডিপিএস-এর ডিরেক্টর অ্যালিস ভাস, জেলা খাদ্য নিয়ামক বাপ্পাদিত্য চন্দ্র প্রমুখ। |