ইস্তফার শর্ত মানছেন না হাসিনা, ফের হরতাল-অবরোধ

১৫ ডিসেম্বর
ঙ্কট নিরসনের রাস্তা হারিয়ে ক্রমশ ভয়াবহ সঙ্ঘাতের দিকেই চলেছে বাংলাদেশ।
আওয়ামি লিগ সূত্রে খবর, বিএনপি-কে তারা জানিয়ে দিচ্ছে নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনাকে সরানো হবে না। শাসক দলের হাবভাব বুঝেই সোমবার বিজয় দিবসের পরদিন থেকেই ফের লাগাতার হরতাল-অবরোধের মতো কড়া কর্মসূচি নিতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি। আর বিরোধীদের সেই ‘হিংসা-নাশকতা’ রুখতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি এ বার দলের কর্মীদেরও মাঠে নেমে প্রতিরোধের ডাক দিয়েছে আওয়ামি লিগ। এর মধ্যেই, একাত্তরে গণহত্যার আসামি কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামাতে ইসলামির হরতালে এ দিন দেশের নানা জায়গায় সন্ত্রাসের বলি হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার একান্ত বৈঠকে আওয়ামি লিগের মহাসচিব সৈয়দ আশরাফুল ইসলামের হাতে রাজনৈতিক সঙ্কট নিরসনের একটি প্রস্তাব তুলে দিয়েছিলেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তাতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে রাষ্ট্রপতি, সংসদের স্পিকার বা অন্য এক প্রাক্তন মন্ত্রী অন্তর্বর্তী নির্বাচনী সরকারের নেতৃত্বে থাকলে বিএনপি ভোটে যেতে রাজি। এই প্রস্তাব বিবেচনা করে শীঘ্রই আবার বৈঠকে বসার প্রতিশ্রুতি দেন আশরাফুল। কিন্তু নির্বাচনী সরকারের মন্ত্রী আওয়ামি লিগের এক প্রধান নেতার কথায়, “অসম্ভব শর্ত। বিএনপি নির্বাচনে না-এলে না-আসবে, কিন্তু তাদের ওই শর্ত কিছুতেই মানা যাবে না।” আনন্দবাজারকে তিনি বলেন, এই প্রথম নয়, বিভিন্ন সূত্রে আগেও তারা শেখ হাসিনার পদত্যাগের প্রস্তাব দিয়েছিল। ওই মন্ত্রী জানান, সম্প্রতি মার্কিন বিদেশসচিব জন কেরি-ও শেখ হাসিনাকে ফোন করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ারও ‘পরামর্শ’ দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হাসিনা কেরিকে দৃঢ়-ভাবে জানিয়ে দিয়েছেন তাঁর দুটি পরামর্শের কোনওটিই মানা সম্ভব নয়। পরের বৈঠকে বিএনপি নেতৃত্বকেও একই কথা জানিয়ে দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার উদ্দেশে হাসিনা ঘোষণা করেছেন, “পদত্যাগ আমি কিছুতেই করব না, সে তুমি যাকে দিয়েই ফোন করিয়ে চাপ সৃষ্টি করাও!” যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদেরও ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন, “আলোচনা চলছে বটে, কিন্তু বিএনপি-র নির্বাচনে আসার সম্ভাবনা ক্ষীণ।”
এ দিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত রিপোর্টে দেখা যাচ্ছে, মোট ৩০০টি আসনের মধ্যে ১৫৪টিতেই এক জন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তার মধ্যে আওয়ামি লিগ ও তার শরিকদের ১৩২ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া এরশাদের জাতীয় পার্টির ২০ জন ও জাতীয় পার্টি (জেপি)-র ২ জন প্রার্থীও এ ভাবে জয়ী হয়েছেন। ৫ জানুয়ারি বাকি আসনগুলিতে নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচনের আগেই গরিষ্ঠতা পেয়ে গিয়েছে শেখ হাসিনার জোট। বাকি যে সব আসনে ভোট হবে, সেখানেও শাসক জোটের শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। এই পরিস্থিতিতে নির্বাচনকে প্রহসন বলে সমালোচনায় মুখর হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বেশ কিছু নাগরিক সংগঠন। তাদের অভিযোগ, জঙ্গি প্রতিরোধের অজুহাত তুলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে নেমেছেন হাসিনা। সাজানো নির্বাচনে তারা ক্ষমতা দখলে রাখতে মরিয়া।
এদিনই জামাতের হরতালে ফের রেলপথ উপড়ে ফেলা হয়েছে। ফলে উত্তরবাংলার সঙ্গে দেশের বাকি অংশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লালমণিরহাট ও জয়পুরহাটে পুলিশের সঙ্গে সশস্ত্র জামাত কর্মীদের দিনভর সংঘর্ষে ৬ জন মারা গিয়েছেন। ক’দিন ধরে তেতে থাকা লক্ষ্মীপুরে আজ শাসক দলের এক কর্মীকে খুন করেছে জামাত। ব্যবসাপত্র লাটে ওঠায় সাদা পতাকা নিয়ে আজ ঢাকার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.