প্রধান-সহ সদস্যদের দলবদল, নান্দাই পঞ্চায়েতও তৃণমূলের
ঞ্চায়েত নির্বাচনে ফল ভাল না হলেও তার মাস ছয়েক গড়াতে না গড়াতেই কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। সৌজন্যে, অন্য দলের সদস্যদের দলত্যাগ। তবে ওই পঞ্চায়েতের বাম প্রধান, উপপ্রধান দলবদলের পরেও স্বপদেই বহাল থাকবেন বলে দাবি করেছে তৃণমূল।
টানা এক দশক ধরে নান্দাই পঞ্চায়েতে ক্ষমতায় ছিল কংগ্রেস তৃণমূল জোট। এ বার দু’দলই আলাদা প্রার্থী দেয়। ১৬টি আসনের মধ্যে ৬টি সিপিএম, ২টি সিপিআই, ১টি ফরওয়ার্ড ব্লক, তৃণমূল ৪টি ও কংগ্রেস ৩টি আসন পায়। স্বাভাবিক ভাবেই বোর্ড গড়ে বামেরা। সিপিএম থেকে প্রধান ও সিপিআই থেকে উপপ্রধান নির্বাচিত হন। তবে সপ্তাহখানেক আগে থেকেই ফাটল ধরে বাম জোটে। ফরওয়ার্ড ব্লকের নির্বাচিত সদস্য চিন্তামণি সরেন ও কংগ্রেস থেকে নির্বাচিত সদস্য অপর্ণা সাঁতরা যোগ দেন তৃণমূলে। তার পরেও অবশ্য বোর্ড বামেদেরই ছিল।
দলবদলের পরে।—নিজস্ব চিত্র।
তৃণমূলেরই এক সূত্রের খবর, এর পরেই বোর্ড গড়তে তৎপর হয় দল। কংগ্রেস ও বামফন্টের অন্য নির্বাচিত সদস্যদের সঙ্গেও কথাবার্তা শুরু হয়। কথা শুরু হয় প্রধান ও উপপ্রধানের সঙ্গেও। সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সিপিআই নেতা সেলিম শেখ দু’জনের সঙ্গে কথা বলেন। শনিবারই দলত্যাগের ইচ্ছে প্রকাশ করেন নান্দাই পঞ্চায়েতের প্রধান তাপসী হাঁসদা ও উপপ্রধান রায়হান শেখ। ওই দিনই সন্ধ্যায় তৃণমূলের হেমায়েতপুর মোড়ের কার্যালয়ে জমা হন তাঁরা। রাত ন’টা নাগাদ সেখানে হাজির হন কংগ্রেসের নাগরগাছি এলাকা থেকে জয়ী সদস্য এককড়ি চাল ও দুর্গাপুরের সংসদ থেকে জেতা নিরাপদ পণ্ডিত। চার জনের হাতেই দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। স্বপনবাবু জানান, ওই চার সদস্য দলে যোদ দেওয়ায় পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এল। নতুন বোর্ড যাতে এলাকার উন্নয়নে কাজ করতে পারে সে ব্যাপারে যাবতীয় সাহায্য করা হবে বলেও জানান তিনি। সেলিম শেখ বলেন, “শীঘ্রই একটি মিছিল করে পঞ্চায়েতে বসানো হবে প্রধান ও উপপ্রধানকে।” তাঁর দাবি, আরও দুই বিরোধী সদস্যও তৃণমূলে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। দলের তিন সদস্যের মধ্যে দু’জন তৃণমূলে যোগ দেওয়ায় হতাশ কংগ্রেস। দলের ব্লক সভাপতি তথা এলাকার বাসিন্দা সুশীল পাখিরা বলেন, “চারদিকে লোভের হাতছানি। চেষ্টা করেছিলাম ওদের আটকে রাখতে। তবে পারিনি।” সিপিএমের কালনা জোনাল কমিটির সম্পাদক করুণা ভট্টাচার্যের দাবি, “চার দিকে সন্ত্রাস চলছে। অনেকেই দলত্যাগ করতে বাধ্য হচ্ছেন। বোর্ড হাত থেকে চলে যাওয়া অস্বাভাবিক নয়।” কিছু দিন আগে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান-সহ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.