টুকরো খবর
তৃণমূল অফিসে আগুন কাঁকসায়
আগুনে ক্ষতিগ্রস্ত হল তৃণমূলের একটি অফিস। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অফিসটির দেওয়ালের খানিকটা অংশ। ভেঙে পড়ে টালির চালের কিছু অংশও। ঘটনায় সিপিএমকে দায়ী করেছে তৃণমূল। সিপিএমের যদিও দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এমন ঘটনা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, দরমার বেড়ার ওই অফিসে দেওয়ালের কিছু অংশ পোড়া।
বাঁশকোপায় সেই অফিস।—নিজস্ব চিত্র।
তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি দেবদাস বক্সীর অভিযোগ, “কয়েক বছর আগে এই গ্রামে বেআইনি ভাবে কয়েক জনকে একটি খাস পুকুরে মাছ চাষের অনুমতি দিয়েছিলেন সিপিএম নেতারা। তৃণমূল তার প্রতিবাদে সম্প্রতি মিছিল করে এলাকায়। তার প্রতিশোধ নিতেই সিপিএম আমাদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।” যদিও এ ব্যাপারে পুলিশে কোনও অভিযোগ করা হয়নি বলে জানান তিনি। সিপিএমের কাঁকসা প্রাক্তন জোনাল সম্পাদক বীরেশ্বর মণ্ডলের পাল্টা দাবি, “এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উপযুক্ত তদন্ত হলেই তা বোঝা যাবে।”

ডুলি খারাপ, আটকে রইলেন সাত খনিকর্মী
রক্ষণাবেক্ষণের কাজ চলছিল নিয়মিত ওঠানামার ডুলিতে। তাই আপৎকালীন ডুলিই ছিল ভরসা। যান্ত্রিক গোলমালে সেটিও বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা ভূগর্ভে আটকে রইলেন সাত জনখনিকর্মী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অন্ডালের সিএল জামবাদ খনিতে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রধান ডুলিটির রক্ষণাবেক্ষণ চলছিল। এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ আপৎকালীন ডুলিটি দিয়ে সাত খনি কর্মী উঠে আসছিলেন। ৫০ ফুট উপরে ওঠার পরেই সেটি বিকল হয়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও আটকে যাওয়া ডুলিটিকে উপরে তুলতে না পেরে শেষ পর্যন্ত সেটিকে খনিগর্ভেই পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে প্রধান ডুলিটির সারাইয়ের কাজ শেষ হয়ে যায়। পরে সেটি দিয়েই সাত কর্মীকে উপরে তোলা হয়। এই ঘটনায় শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়ে চার ঘণ্টা উৎপাদন বন্ধ রাখে। এআইটিইউসি নেতা অখিলেশ সিংহ দাবি করেন, খনির সমস্ত যন্ত্রপাতিরই মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে। অবিলম্বে সেগুলি বদলে উন্নত যন্ত্রপাতি আনা দরকার। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “কোনও যান্ত্রিক ক্রটির কারণেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

প্রতারণায় ধৃত ব্যবসায়ী
এক খনিকর্মীকে প্রতারণার অভিযোগে অন্ডালের উখড়া বাজারের এক ব্যবসায়ীকে রবিবার বিকেলে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শক্তি মুদি। কাপড়ের ব্যবসার আড়ালে তিনি সুদের কারবার করেন বলে অভিযোগ। পাণ্ডবেশ্বরের কুমারডি কোলিয়াড়ির শ্যাম মাঝি পুলিশে অভিযোগ করেন, তিনি শক্তিবাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। এর পরে শক্তিবাবু প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর ব্যাঙ্কের পাসবই থেকে এটিএম কার্ড, সব কিছু কেড়ে নিয়েছিল বলে শ্যামবাবুর অভিযোগ। তদন্তে নেমে প্রদীপ ঘোষকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব আসনে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। চুরুলিয়া শৈলবালা বালিকা বিদ্যালয়ের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা ওই ৬টি আসনে জেতেন। স্কুল কর্তৃপক্ষ জানান, শনিবার শেষ দিনে আর কেউ মনোনয়ন দাখিল করেননি। ভয় দেখিয়ে মনোনয়ন দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ সিপিএম নেতা মনোজ দত্তের। তৃণমূল নেতা পূর্ণশশী রায় যদিও তা উড়িয়ে দিয়েছেন।

ইকড়ায় প্রশিক্ষণ
কিশোর বাহিনীর আঞ্চলিক শিবির আয়োজিত হয়ে গেল জামুড়িয়ার ইকড়া ফুটবল মাঠে। রবিবার ছ’টি গ্রামের মোট ১৭৫ জন শিক্ষার্থী এই শিবিরে প্রশিক্ষণ নিয়েছে। নৃত্য, গীত, আবৃত্তি, ড্রিল, জিমন্যাস্টিক-সহ বেশ কিছু খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। কিশোর বাহিনীর জেলা মুখ্য সংগঠক প্রবোধ মণ্ডল জানান, ৫ থেকে ১৬ বছরের ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে এই শিবির।

সাংস্কৃতিক অনুষ্ঠান
মুক্তপ্রাণের উদ্যোগে শনিবার আসানসোল সিলিকেট ফ্যাক্টরি রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। লিটিল ম্যাগাজিন ‘তবুও মানুষ’ আসানসোল গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রশান্তকুমার দে সরকারকে সাহিত্যচর্চার জন্য সংবর্ধিত করে। মোট ২২ জন স্থানীয় শিল্পী গান ও আবৃত্তি পাঠ করেন।

কোথায় কী

কাটোয়া


বইমেলা। কাশিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গন। দুপুর ২ টা। উদ্যোগ: বইমেলা কমিটি।

সুরক্ষা সচেতনতা মেলা। নজরুল মঞ্চ। সকাল ১১ টা। কাটোয়া এইচপি গ্যাস এজেন্সি।

কেতুগ্রাম

উদ্ধারণ দত্ত স্মরণে অনুষ্ঠান। উদ্ধারণপুর। বিকাল ৪ টা। উদ্যোগ: স্মৃতি রক্ষা কমিটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.