মহকুমা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল দীপালি সঙ্ঘ। রবিবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে তারা রামেশ্বরপুর যুবশক্তি ক্লাবকে ১-০ গোলে পরাস্ত করে। এই জয়ের ফলে সুপার লিগের তিনটে ম্যাচের তিনটিতেই জয়ী হয়ে দীপালি সঙ্ঘ এই নিয়ে পাঁচবার কালনা মহকুমা লিগে চ্যাম্পিয়ন হল।
এ বছর দু’মাসের বেশি সময় ধরে চলে মহকুমা ফুটবল লিগ। প্রথমে ক্লাবগুলিকে দু’টি পর্যায়ে ভাগ করে হয় গ্রুপ লিগের খেলা। সেখান থেকে চারটে দল পৌঁছায় সুপার লিগে। দীপালি সঙ্ঘ সুপার লিগের প্রথম দু’টি ম্যাচে জিতে যাওয়ায় রবিবারের খেলায় ড্র করলেই তাঁরা চ্যাম্পিয়ন হত। অন্য দিকে যুবশক্তি ক্লাব আগের একটি ম্যাচ জিতলেও অপরটিতে হেরে যাওয়ায় গোলপার্থক্য এগিয়ে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচে কমপক্ষে দু’গোলে জিততে হত। |
চলছে বল দখলের লড়াই। —নিজস্ব চিত্র। |
রবিবার খেলা শুরু হয় আড়াইটে নাগাদ। তবে এ দিনের খেলার আগে থেকেই শুরু হয় নাটক। ম্যাচ জেতার জন্য যুবশক্তি ক্লাব এমেকা ইজোমা ও ইয়াকুবু আব্বাস নামে দু’জন নাইজেরিয়ান খেলোয়াড়কে ভাড়া করে আনে। ৫০ বছরের মহকুমা লিগে বিদেশি খেলোয়াড় খেলার নজির এর আগে ছিল না। ফলে যুবশক্তির টিমলিস্ট পাওয়ার পর মহকুমা ক্রীড়া দফতরের কর্তারা হতচকিত হয়ে যান। ‘‘টিমলিস্টে কোন নিয়মে বিদেশি খেলানো হচ্ছে?”-লিগ কমিটির কর্তাদের এই প্রশ্নের উত্তরে যুবশক্তির কর্তারা বলেন, “নিয়ম অনুযায়ী এলাকার বাইরের তিন জনকে খেলানো যেতে পারে। সেই নিয়মেই বিদেশি খেলানো হচ্ছে।” এর পরে অবশ্য বিষয়টি নিয়ে আর কোনও সমস্যা হয় নি।
একে লিগ চ্যাম্পিয়ানশিপের ম্যাচ, তার উপর মাঠে দুই বিদেশির উপস্থিতির কারণে খেলা দেখতে দর্শক উপস্থিতি ছিল বেশ ভাল। তবে বিদেশিরা অবশ্য দীপালির ফুটবলারদের খুব একটা বেগ দিতে পারেননি। প্রথম দশ মিনিট বাদে গোটা খেলাতেই ছিল দীপালির আধিপত্য। মাঠে এমেকা ও ইয়াকুবু দু’জনেই কার্যত ‘ফ্লপ’ করেন। তাঁদের পাশ দিয়ে বার বার বল নিয়ে বেরিয়ে যান দীপালির ফুটবলাররা। খেলার পনেরো মিনিটের মাথায় দীপালির হয়ে একমাত্র গোলটি করেন সুব্রত মণ্ডল ওরফে গুটকে। নিজের গতিকে কাজে লাগিয়ে ডান প্রান্তিক একটা পাশ ধরে গোল বক্সের অনেকটা দূর থেকে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে এমেকাকে রক্ষণ থেকে মাঝমাঠে তুলে আনে রামেশ্বরপুর যুবশক্তি। তবে তাতেও তারা গোলের মুখ খুলতে পারেনি। শনিবার রেফারির সিদ্ধান্ত নিয়ে গণ্ডগোলের কারণে লিগের একটি খেলা মাঝপথে বাতিল হয়ে যায়। মহকুমা ক্রীড়া সংস্থা ওই খেলাটি পুনরায় করার সিদ্ধান্ত নিয়েছে। তাই লিগের রানার্স এখনও ঠিক হয়নি। |