কংগ্রেসের দলীয় অফিস জবরদস্তি দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে ঘটনাটি ঘটেছে। কংগ্রেসের অভিযোগ, তাদের ব্লক কংগ্রেস অফিস দখল করে তৃণমূল সেখানে ‘গ্রাম ও শহর তৃণমূল কংগ্রেস কাযার্লয়’ লিখেছে। কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর জানান, থানায় অভিযোগের পাশাপাশি আদালতে মামলা করা হবে। তবে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন,“কারও পার্টি অফিস কেউ দখল করেছেন, এমন কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেননি।”
তৃণমূল বিধায়ক ও রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী অবশ্য ঘটনাটিকে ‘দখল’ বলতে রাজি নন। তিনি বলেন, “মঙ্গলবাড়িতে জমি কিনে কংগ্রেস পার্টি অফিস বানিয়েছিলেন পুরাতন মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভূতি ঘোষ ও তাঁর সহযোগীরা। কংগ্রেসের সাংসদ কিংবা বিধায়ক কেউ বানাননি। এখন বিভূতিবাবু তৃণমূলে যোগ দিয়েছেন। যে ব্যক্তি নিজের টাকায় মসনদ বানাবেন, তিনি যে দলে যাবেন, সেই মসনদ সেই দলের হবে।
এটাই তো নিয়ম। তা হলে এটা দখল কীসের?”
মালদহ শহর লাগোয়া পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি চৌমাথার কাছে ১৯৯৯ সালে কংগ্রেসের পার্টি অফিসটি তৈরি হয়। মাসখানেক আগে পুরাতন মালদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভূতি ঘোষ-সহ কংগ্রেসের পাঁচজন কাউন্সিলর ও একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। বিভূতিবাবু বলেন, “জমিটি আমরা ১০ জন কিনেছিলাম। তার মধ্য ৯ জন তৃণমূলে যোগ দিয়েছি। কংগ্রেস চাইলে আমাদের এখান থেকে তুলতে আইনের পথে যেতে পারে।” পুরাতন মালদহের কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার বলেন, “জাতীয় কংগ্রেসের পক্ষে ওই জমি কেনা হয়েছিল। আমরা আমাদের পার্টি অফিস পুনরুদ্ধারে আদালতে দ্বারস্থ হচ্ছি।” |