জোড়া খুন, সিআইডি দাবি সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ঘোকসাডাঙায় জোড়া খুনের ঘটনার সিআইডি তদন্ত দাবি করল সিপিএম। দলের তরফে এলাকার কর্মী-সমর্থকদের অনেকেরই অভিযোগ, পুলিশ তদন্তে নেমে দোষীদের গ্রেফতার তো দূরের কথা, চিহ্নিত পর্যন্ত করতে পারেনি। উপরন্তু, তিন মাস আগে এলাকার এক সিপিএম সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের ঘটনাতেও কেউ ধরা পড়েনি। সেজন্যই পুলিশের ভূমিকায় ক্ষোভ বাড়ছে এলাকায়। শনিবার সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় বলেন, “পর পর খুনের ঘটনা ঘটছে। এলাকাবাসী আতঙ্কিত। খুনিদের ধরতেই হবে। পুলিশ যখন তা পারছে না, তা হলে নিদেনপক্ষে সিআইডি-র হাতে বার দেওয়া হোক।” যদিও কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল জানান, তদন্ত সঠিক পথেই চলছে। তাঁর দাবি, “কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। শীঘ্রই খুনের কিনারা করা যাবে।” বাসিন্দারা জানান, গত অগস্টে রাতভর নিঁখোজ থাকার পরদিন সকালে হিতেন বর্মন (৫৮) নামের একজন সিপিএম কর্মীর রক্তাক্ত দেহ মেলে। লতাপোতা পঞ্চায়েতের লাফাবাড়ি এলাকায় পেশায় কৃষককে কুপিয়ে খুন করা হয়। এলাকার এক বাসিন্দাকে গ্রেফতার করলেও পুলিশ এখনও কোনও জোরালো প্রমাণ ধৃতের বিরুদ্ধে পায়নি বলে বাসিন্দারা জানতে পেরেছেন। এর পরে তিন দিন আগে লাফাবাড়ির বাসিন্দা বাবলু রায় (৩৫) ও অমৃত মণ্ডলের (৩৭) দেহ মেলেয। তা নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়।
|
ভাঙচুরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একটি কেবল নেটওয়ার্কের অফিসে হানা দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠল অন্য একটি কেবল অপারেটরদের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে। ঘটনায় দু’পক্ষই শিলিগুড়ি থানায় দু’টি আলাদা অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেলে ওই কেবল অফিসে হামলা করে কয়েকজন ব্যক্তি। তাঁরা কয়েকটি যন্ত্রপাতি নষ্ট করে দেয়। ওই অফিসের এক কর্মী ফিরোজ আলম বলেন, “সুনীল চৌরাসিয়া এবং কল্যাণ মিত্র নামে দু’জন বিনা প্ররোচণায় তাঁরা ভাঙচুরও চালায়।” সুনীলবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন, “ এদিন বিকেলে আমরা দুজন স্টেশন ফিডার রোড ধরে ফিরছিলাম। পথ আটকে হুমকি দিতে থাকে ওই কোম্পানীর ছেলেরা। গায়েও হাত দেয় তারা।”
|
সড়ক সংস্কার শুরু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা পুলিশের হস্তক্ষেপে অবশেষে রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত ৬০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিযুক্ত ঠিকাদার সংস্থা। গত শুক্রবার গভীর রাত থেকে ওই কাজ শুরু হয়েছে। ওই জাতীয় সড়ক মেরামতির দাবিতে গত চার মাস ধরে জেলার বিভিন্ন এলাকায় পরিবহণ মালিক ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন অন্তত ১০ বার পথ অবরোধ করে। শেষে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সড়ক মেরামতির জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করে।
|
হোটেলে আগুন লেগে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগুন লেগে আতঙ্ক ছড়াল শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে। শনিবার সন্ধ্যায় একটি হোটেলের রান্নাঘরে আগুন লাগে। সেখান থেকে পাশের একটি হোটেল ও লাগোয়া দুটি ঘরে সামান্য আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন গিয়ে তৎপরতার সঙ্গে আগুন আয়ত্তে আনে। ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। যে হোটেলে আগুন লাগে তার মালিক রোশন লামা বলেন, “কী ভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছি না। আমি ওই সময় বাইরে ছিলাম।” দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
|
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কলেজ থেকে ফেরার সময় মোটরবাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল। কোচবিহারের কোতোয়ালি থানার সোনারি এলাকায় শনিবারের ঘটনা। মৃত বিশ্বজিৎ মোদক (২২) ও শিশির সরকার (২৩) বাণেশ্বর কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া। তাঁদের বাড়ি তল্লিগুড়ির দলুয়া দশগির এলাকায়। রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে মোটরবাইকটি ধাক্কা মারে।
|
মৈত্রী ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুলিশ-জনতা মৈত্রী ফুটবল ফাইনালে আজ, রবিবার মুখোমুখি হবে সরোজিনী ও মায়াদেবী ক্লাব। শনিবার সেমিফাইনালে সরোজিনী ২-১ গোলে কাওয়াখালি জনকল্যাণ সঙ্ঘ ও মায়াদেবী ক্লাব ১-০ গোলে চাঁদমনি ট্রাইবাল ফুটবল ক্লাবকে হারায়।
|
অপহরণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
এক ঠিকাদারের কাছে দাবিমত ১০ লক্ষ টাকা দাবি করে না পেয়ে তাঁর ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করল পুলিশ। আটক হয়েছে একটি গাড়ি। শুক্রবার রাতে শামুকতলার রোড স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। |