পটনা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত চার জনের মধ্যে নুমান ও এক নাবালক অভিযুক্ত (তৌফিক) এখনও নিখোঁজ। এনআইএ হোক কিংবা রাজ্য পুলিশ-ওই দুই অভিযুক্তের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি। রাঁচিতে নরেন্দ্র মোদী আসথেন ২৯ ডিসেম্বর। উদ্বেগে রয়েছে পুলিশ-প্রশাসন। পাশাপাশি, এ বার পটনা বিস্ফোরণ কাণ্ডের জাল গুটিয়ে আনতে ওই দুই অভিযুক্তের বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ ঝুলিয়ে দিল এনআইএ। একই সঙ্গে এই দু’জনের খোঁজ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
পটনার গাঁধী ময়দানে মোদীর সভাতেই বোমা রেখেছিল জঙ্গিরা। ঘটনায় মূল অভিযুক্তদের চার জনই রাঁচির সিঠিও বস্তির বাসিন্দা। জায়গাটি মোদীর অনুষ্ঠান স্থলের অদূরেই। পটনাকাণ্ডের মূল অভিযুক্ত ইমতিয়াজ আনসারি পুলিশের হেফাজতে। এনুল নামে অন্য এক অভিযুক্ত ঘটনার সময়ই বোমা ফেটে আহত হয়েছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু নুমান ও ওই নাবালক অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে।
২৯ তারিখ নরেন্দ্র মোদীর সভা হবে ধুরুয়ার সেক্টর-৩’র মাঠে। ওই এলাকা অভিযুক্তদের বিচরণভূমি। ফলে নিরাপত্তার কারণেই পুলিশ চাইছে যে কোনও ভাবে পলাতক দু’জনকে গ্রেফতার করতে। আজ সকালে এনআইএ, পটনা আর ঝাড়খণ্ডের পুলিশ একসঙ্গে সিঠিও বস্তিতে ওই দু’জনের বাড়িতে হানা দেয়। সিঠিও থানার পুলিশ জানাচ্ছে, ওই দু’জনের বাড়িতে পুলিশ একাধিকবার গেলেও তারা কোথায় রয়েছে সে বিষয় কোনও তথ্য তাদের পরিবারের লোকজন পুলিশকে দেয়নি। এ দিকে, পটনা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আজ মহম্মদ আজাদ নামে এক জনকে এনআইএ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। আজাদ দেওঘরের বাসিন্দা। তবে স্থানীয় পুলিশ ওই গ্রেফতারের বিষয়ে বিশদ কিছু বলতে পারেনি। |