টুকরো খবর
মমতার ছবি, ত্রিপুরায় ক্ষোভ সিপিএমের
এই প্রথম সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে ত্রিপুরায়। সেই উপলক্ষে গোটা আগরতলা শহরই এখন লালে সজ্জিত! এয়ারপোর্ট রোডে শহিদ ভগৎ সিংহ যুব আবাসের যে প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে, তার সামনেই শনিবার সকালে আচমকা উদয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত হোর্ডিংয়ের! সঙ্গে তৃণমূলের পতাকা। সিপিএমের অপশাসনের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর আগরতলায় তৃণমূলের বিক্ষোভ মিছিলের প্রচার করা হয়েছে ওই হোর্ডিংয়ে। সিপিএম নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কিছু না বললেও ত্রিপুরার শাসক দলের নেতা-কর্মীরা এই ঘটনায় ক্ষুব্ধ। সিপিএমের বৈঠকের নাকের ডগায় প্রচারের ঘটনা নিয়ে রাজ্য তৃণমূলের নেতা সুরজিৎ দত্ত, রতন চক্রবর্তীরা অবশ্য পাল্টা বলেছেন, “ওই বিক্ষোভ মিছিলের জন্য আমরা গোটা শহরেই প্রচার করছি। কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য সিপিএম অন্য দলের পতাকা, ফেস্টুন খুলে দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে ওরা দলের কর্মসূচি করছে!” যদিও বাম পরিচালিত আগরতলা পুর পরিষদের বক্তব্য, সব দলেরই পুরনো পতাকা, ফেস্টুন পরিষ্কার করেছিল পুরসভা। তার মধ্যে সিপিএমের ব্যানারও ছিল। পরে সিপিএম আবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য শহর সাজিয়েছে। শহর ঘুরলে অবশ্য চোখে পড়ছে, সিপিএমের পাশাপাশি কংগ্রেস, বিজেপি, আইএনপিটি এবং এখন তৃণমূলের পতাকাও যে যেখানে পেরেছে, লাগিয়ে দিয়েছে!

মুম্বইয়ে আগুন বহুতলে, মৃত ৭
অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাত জনের। আগুন নেভাতে গিয়ে আহত ৬ দমকলকর্মীও। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের কেম্পস কর্নার এলাকার ২৬ তলা উঁচু আবাসনের ১২ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন ও ৭টি জলের ট্যাঙ্কার। ক’ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। মৃতদের মধ্যে চার জনকে শনাক্ত করা যায়নি। ‘তেজাব’ ছবির প্রযোজক দীনেশ গাঁধীও ওই বহুতলের ১২ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। শুক্রবারের এই দুর্ঘটনায় দীনেশ বা তাঁর পরিবারের কেউ জখম হয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি। আবাসিকরা জানাচ্ছেন, মাস খানেক হল বহুতলটির ১২ তলায় পুনর্নির্মাণের কাজ চলছিল। তা থেকে সম্ভবত আগুন লাগে। হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় ভয়াবহ চেহারা নেয় তা। পুলিশ আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানায়নি। চার-পাঁচ ঘণ্টার চেষ্টায় ১০ তলা পর্যন্ত বাসিন্দাদের উদ্ধার করা গিয়েছে। উপরের তলার বাসিন্দারা আটকে রয়েছেন। বিরাজ নামে বাড়িটির এক বাসিন্দা জানিয়েছেন, ১২ তলার মেঝে ধোঁয়ায় পুরো ঢেকে গিয়েছে। জলের ট্যাঙ্কার মারফত আগুন নেভাতে গিয়ে ১২ তলা সংলগ্ন ফ্ল্যাটগুলির অবস্থা শোচনীয়।

শপথ লাল থানহাওলার
পঞ্চমবারের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন লাল থানহাওলা। সেই সঙ্গে মিজোরামের ইতিহাসে সবচেয়ে বেশি বার মুখ্যমন্ত্রী হওয়া ও সব চেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার নজির গড়লেন তিনি। আজ সকালে, আইজল রাজভবনে রাজ্যপাল ভক্কম পুরুষোত্তমণ লাল থানহাওলাকে শপথ বাক্য পাঠ করান। তাঁর সঙ্গে শপথ নিলেন ১১ জন মন্ত্রী। এদের মধ্যে ৭ জন পূর্ণমন্ত্রী ও ৪ জন প্রতিমন্ত্রী। গত বারের বিধানসভার স্পিকার আর রোমাইয়া ও ডেপুটি স্পিকার জন রোতলুংলিয়ানা পূর্ণমন্ত্রী হলেন।

হত বড়ো জঙ্গি
পুলিশের গুলিতে মারা গেল বড়ো জঙ্গি। শোণিতপুরে শনিবার ভোরে বিশ্বনাথ চারিয়ালির বালিচাঙ এলাকায় একটি এনডিএফবি ঘাঁটিতে হানা দেয়। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়।

মাওবাদী হানা
ওড়িশার মালকানগিরি জেলায় অপহৃত দুই ব্যক্তিকে খুন করল মাওবাদীরা। বেজাংওয়াড়া এলাকা থেকে শনিবার তুলসী বেহরা ও জগা মাডকামির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.