জুয়ায় পণ মেয়ে, ধৃত বাবার বিরুদ্ধে তদন্ত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জুয়ায় হেরে প্রতিপক্ষের সঙ্গে মেয়ের বিয়ে দিতে উদ্যোগী হওয়ার অভিযোগ উঠেছে মালদহের হবিবপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। পরিতোষ মণ্ডল নামে ওই ব্যক্তিকে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। সুকুমার মণ্ডল নামে যে যুবকের সঙ্গে পরিতোষ তাঁর মেয়ের বিয়ে দিতে চান, তাঁকেও ধরা হয়েছে। মালদহের এএসপি শ্যাম সিংহ বলেন, “ঘটনাটা শুনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জুয়ার বিষয়টি নিয়ে ডিএসপি পদমর্যাদার এক অফিসার তদন্ত শুরু করেছেন।” ওই নাবালিকাকে এ দিনই ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর-বুড়িতলার বাড়ি থেকে নিয়ে এসে মালদহের সরকারি হোমে রাখা হয়। জেলাশাসক শরদ দ্বিবেদী বলেন, “মালদহের সমাজকল্যাণ আধিকারিক নিজেই পরিতোষ ও সুকুমারের বিরুদ্ধে অভিযোগ করেন।” গত ১ ডিসেম্বর জুয়ার আসরে পরিতোষ সুকুমারের কাছে ৮৫ হাজার টাকা হেরে যান। তারপরে মেয়েকেও পণ রাখেন। সে বারেও বাজি হারেন। এর পরেই বিয়ের আয়োজন শুরু হয়। |
কলেজে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কলেজের অফিস ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। শুক্রবার সকালে এই ঘটনার জেরে বালুরঘাট কলেজে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার রাতে বালুরঘাট কলেজের নবীণবরণ উৎসব চলাকালীণ কলেজের প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে এনসিসি-র ছাত্রদের মধ্যে গোলমালের ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। দু’পক্ষ অবশ্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে এ দিনও সরব হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যো বলেন, “দ্রুত কলেজে বৈঠক ডাকা হচ্ছে। সেখানেই কী করা হবে তার সিদ্ধান্ত হবে।”
|
চুরি বাড়ছে রতুয়ায়
নিজস্ব সংবাদদাতা • রতুয়া |
একই রাতে ৩ দোকানে চুরি হল মালদহের রতুয়ার সামসি এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাগুলি ঘটে। রাতে নিয়মিত পুলিশি টহল থাকা সত্ত্বেও কী ভাবে চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। সামসি ব্যবসায়ী সমিতি সভাপতি ওবাইদুর রহমান বলেন, “পুলিশি নিষ্ক্রিয়তায় সামসিতে চুরির ঘটনা বেড়েই চলেছে।” |