উৎসব কমিটি গড়া নিয়ে বিতর্ক
বৈঠক বয়কট বামেদের, যাননি কংগ্রেস কাউন্সিলারেরা
শম ডুয়ার্স উৎসবের কমিটি গঠন নিয়েই শুরু হয়েছে বির্তক। শুক্রবার সকালে আলিপুরদুয়ার সার্কিট হাউসে দশম ডুয়ার্স উৎসবের কমিটি গঠনের সভা ‘বয়কট’ করেন বামেরা। আর কংগ্রেসের তরফে দেরিতে আমন্ত্রণ করার অভিযোগে বৈঠকে কেউ যোগ দেননি। কংগ্রেস-বামেদের অভিযোগ, ডুয়ার্স উৎসবকে রাজনৈতিক ভাবে কুক্ষিগত করতে চাইছে শাসক দল।
তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক তথা উৎসব কমিটির সভাপতি নিখিল নির্মল বলেন, “নিয়ম মেনেই বৈঠক হয়েছে। কেউ কেউ বৈঠকে আসেননি। গত বছরের সহ সভাপতি সৌরভ চক্রবর্তীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।’’ সৌরভবাবু বলেন, “ডুয়ার্স উৎসব নিয়ে রাজনীতির প্রশ্ন নেই। সরকারি প্রক্রিয়ায় কমিটি হয়েছে। তাতে সকলেই রয়েছেন।” সৌরভবাবু জানিয়েছেন, পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক, প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, বিশ্বরঞ্জন সরকার সহ সভাপতি হন। কার্যকরী সভাপতি জহর মজুমদার ও কো-অর্ডিনেটর মৃদুল গোস্বামী। শনিবার বিকেলে কমিটি উপ-সমিতি নিয়ে আলোচনায় বসবে।
১-১২ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে দশম ডুয়ার্স উৎসবে বাম, কংগ্রেসের যোগদান কতটা হবে তা নিয়ে বির্তক চলছেই। আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় গত বছর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই বৈঠকে তাকে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ। তিনি বলেন, “আগের কমিটির সাধারণ সম্পাদককে বৈঠকে ডাকার সৌজন্যতা দেখানো হয়নি। বৃহস্পতিবার রাতে ফোনে মহকুমাশাসক বৈঠকের কথা বলেন। আর আজকে বৈঠকের দিন সকালে চিঠি পেলাম। সকাল ৯টার বৈঠকের চিঠি পেলাম, ৯টার পরে। তাই যাওয়ারও প্রশ্ন ছিল না।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল এমন করেছে। এই উৎসবে কংগ্রেস অংশ নেবে না।
পুরসভার সিপিএমের চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক এ দিন বলেন, “আমি বুধবার বৈঠকের চিঠি পাই। বৈঠকে কমিটি গঠনের কথা আমাকে জানানো হয়নি। চেয়ারম্যান হিসেবেই বৈঠকে ডাকা হয়। আট বাম কাউন্সিলরদের মধ্যে ৩ জনকে বৈঠকে ডাকা হয়েছে। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হওয়ায় বৈঠক বয়কট করি।” আরএসপির ভাইস চেয়ারম্যান গৌতম তালুকদার বলেছেন, “পদাধিকার-বলে পুরসভার চেয়ারম্যান কমিটির সাধারণ সম্পাদক হওয়ার কথা থাকলেও এ বার তা মানা হয়নি।” তৃণমূলের তরফে পাল্টা অভিযোগে জানানো হয়েছে, পুরসভার চেয়ারম্যান বৈঠকে যোগ না দেওয়ায় পদমর্যাদার অপমান করছেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.